ই-পেপার বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

চাঁদপুরে সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

মাহবুব অলিউল্যাহ, চাঁদপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১৩ আগস্ট ২০২৫, ১৬:১৮
ছবি : প্রতিনিধি

সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি সরূপ সরকারি নিবন্ধন পেল অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় এর যুউঅ/চাঁদ/২০২৫-১ নং স্মারকে নিবন্ধন সনদ পেল সংগঠনটি।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এদিন সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক।

এদিকে, প্রতিষ্ঠার দীর্ঘসময় পর সরকারি নিবন্ধন সনদ লাভ করায় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের সকল বিভাগ, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষকসমাজ, সর্বস্তরের সুধীজনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন, বর্তমানে সংগঠনের কার্য নির্বাহী সদস্য ১১জন ও সাধারণ সদস্য আছেন ২৫ জন। উল্লেখিত সদস্যদের নিয়েই সম্প্রতি সময়ে স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা” সমগ্র জেলা ব্যাপী কাজ করার জন্য সরকারী নিবন্ধন লাভ করেছে। আমরা অতীতের ন্যায় আগামীতেও সংগঠনের প্রতিটি সদস্য হাতে হাত রেখে সামাজিক সকল ভালো কাজে এবং শিক্ষনীয়, ধর্মীয়সহ যুব সমাজের অগ্রউন্নয়নে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম সম্পাদনে কাজ করতে চাই। সে জন্য সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ পূর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন বলেন, সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ায়, সংগঠনের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যুব সমাজকে বিশেষ করে মাদক থেকে দূরে রেখে মানব কল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজ বদলে দেয়ার মানসে ও বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করছি। নিবন্ধন পাওয়ায় সংগঠনের পক্ষে সামাজিক কাজের গতি অনেকগুন বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০১৭ সাল থেকে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহকে যথাযথভাবে উদযাপন করে আসছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কল্যাণে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য- বিনামূল্যে রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী বিতরণ কুইজ প্রতিযোগিতা, ইফতার মাহিফল, মাদক ও বাল্যবিবাহের উপর সচেতনতামূলক কার্যক্রম, রচনা প্রতিযোগিতা, অসহায় নারীদের স্বাবলম্বী করণে সেলাই মেশিন বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন জনসচেততামুলক কার্যক্রম।

গাজীপুরে পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের গাছা কমলেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার

বন্যহাতির তাণ্ডবে পাহাড়ি জনপদে আতঙ্ক, ক্ষতিগ্রস্ত ফসল ও ঘরবাড়ি

জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের অন্তত ২৫টি গ্রামে বন্যহাতির তাণ্ডব অব্যাহত

আন্দোলন থামাতে আইনশৃঙ্খলা বাহিনী নামবে: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থখাতের সংস্কারে তিন দফা আন্দোলনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো আবু জাফর

কয়া সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

গাজীপুরে পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার

বন্যহাতির তাণ্ডবে পাহাড়ি জনপদে আতঙ্ক, ক্ষতিগ্রস্ত ফসল ও ঘরবাড়ি

উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার

ট্রাইব্যুনালে কেঁদে হাসিনা কাদেরের বিচার চাইলেন ইয়াকুবের মা

আন্দোলন থামাতে আইনশৃঙ্খলা বাহিনী নামবে: স্বাস্থ্য অধিদপ্তর

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া-চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব

কয়া সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

৪ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

জুলাই সনদের আলোকে নির্বাচন করতে হবে: ইসলামী আন্দোলন

হাসিনা পরিবারের মিথ্যা হলফনামা, প্লট দুর্নীতি মামলায় তিন সাক্ষী

সোনালী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা উধাও

তামাকজনিত রোগে দেশে প্রতিদিন ৪৪২ জনের মৃত্যু

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ছায়া; বগুড়া পুলিশ লাইন্স স্কুলে গোপন বৈঠকের অভিযোগ

৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে: খাদ্য উপদেষ্টা

ইউনিভার্সেল মেডিকেল ও ভ্যাট প্রফেশনাল ফোরামের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা

খাগড়াছড়িতে মেধাবী শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী

তেজগাঁও-কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩০