খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা সিএস ভাটা সংলগ্ন কাজীবাছা নদীর তীরে এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন মহিলা নদীতে রেনু আহরণ করছিলেন। এসময় তারা প্রথমে ধারণা করেন একজন ব্যক্তি বরশি দিয়ে মাছ ধরছেন। কিন্তু দীর্ঘসময় কোনো নড়াচড়া না করায় কাছে গিয়ে দেখেন সেটি একটি লাশ। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের মানুষ জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়া হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। নৌ পুলিশকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
আমার বার্তা/এল/এমই