
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা।
ভারতীয় নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের সহায়তায় মরদেহ দেখানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন।
গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দীনের স্ত্রী ফনি বেগম মারা যান। সংবাদ পেয়ে ফনি বেগমের ছোট ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিপুরের আতাউর রহমান মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কিরণগঞ্জ সীমান্তের ১৭৯/৩-এস পিলার সংলগ্ন শূন্যলাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। মরদেহ দেখে ফনি বেগমের ভাইসহ বাংলাদেশি আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন। শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়ায় ফনি বেগমের আত্মীয়-স্বজনরা বিজিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তবাসীর জন্য বিজিবি অত্যন্ত মানবিক এবং সহানুভূতিশীল। এমন মানবিক কাজকে কর্তব্য মনে করে বিজিবি।
আমার বার্তা/এল/এমই

