ই-পেপার সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৫, ১১:৩২

পহেলা বৈশাখের পর যেন হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫-২০ টাকা পর্যন্ত। অভিযোগ উঠেছে, ব্যবসায়ীরা এরই মধ্যে পেঁয়াজ মজুদের করার কারণে হঠাৎ দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পেঁয়াজের ভরা মৌসুমে দাম বৃদ্ধির কারণে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা আনিস বলেন, ‘খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। হঠাৎ করেই বেড়ে গেছে দাম। কেন বেড়েছে বুঝতেছি না।’

আরেক বিক্রেতা আমজাদ বলেন, ‘দাম বাড়ার পেছনে খুচরা বিক্রেতাদের কোনো হাত নেই। পাইকারি বাজার থেকে যে দামে কিনি, সেই অনুযায়ী বিক্রি করি। আমরা নিজেরাও জানি না কেন এমন বাড়ল।’

তবে আড়তদাররা জানাচ্ছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, এবার মুড়িকাটা পেঁয়াজে কৃষকরা দাম না পেয়ে লোকসান গুনেছেন। ফলে তারা হালি পেঁয়াজ সব বাজারে না ছেড়ে মজুতের দিকে ঝুঁকছেন। এতে সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে আড়ত, পাইকারি ও খুচরা- সব পর্যায়েই।

পেঁয়াজের দামের হঠাৎ এই ঊর্ধ্বমুখীতায় বিপাকে পড়েছেন ভোক্তারা। তাদের দাবি, বাজারে নতুন করে সিন্ডিকেট শুরু হয়েছে। পাইকারি, মোকাম ও আড়তে এখন থেকেই নজরদারি বাড়াতে হবে, তা না হলে সামনে পেঁয়াজের দাম আরও বেড়ে যাবে।

সাইদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, পুরো রমজানে যেখানে পেঁয়াজের দাম বাড়েনি, সেখানে এখন দাম বাড়াটা অস্বাভাবিক। এখন হালি পেঁয়াজের ভরা মৌসুম। সরকারের উচিত অবিলম্বে বাজারে মনিটরিং জোরদার করা। না হলে কোরবানির ঈদের আগে বাজার চরম অস্থির হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সরবরাহ কমেছে ঠিকই, তবে যে হারে দাম বাড়ছে, তা অস্বাভাবিক। আবারও বাজার সিন্ডিকেট সক্রিয় হয়েছে, যারা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে মুনাফা লুটছে।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পেঁয়াজের আকস্মিক দাম বৃদ্ধির বিষয়টি ব্যবসায়ীদের নেতিবাচক ব্যবসা চর্চার ধারাবাহিক প্রক্রিয়ার এবং এ খাতে মধ্যসত্ত্বভোগীদের কারসাজির অংশ। আগে ভারত থেকে পেঁয়াজ আসতে বিলম্ব হলেই এখানে দাম বেড়ে যেতো। এখন পেঁয়াজের আড়তদার, কমিশন এজেন্টস, দাদন ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে মজুত করে রাখছেন। সে কারণে দাম বেড়েছে। অন্যদিকে পেঁয়াজের বাজারে কোনো তদারকি হয় না। ভোক্তা অধিদফতর বা জেলা প্রশাসন এখানে কোনো তদারকি করে না।

তিনি আরও বলেন, আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎপাদনের সঙ্গে জড়িত, সে কারণে কৃষক বিক্রি করতে পারলো কি পারলো না, এটা তাদের মাথাব্যথা না। আর আমাদের এক শ্রেণির ব্যবসায়ীর এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে সব সময় কোনো না কোনো পণ্য নিয়ে খেলা, অতি মুনাফা করা।

আমার বার্তা/এল/এমই

বিশ্ববাজারে বেড়েছে টিন ও অ্যালুমিনিয়ামের দাম, কমছে পলিইথিলিন-বিটুমিনের

বিশ্ববাজারে কমেছে শিল্পপণ্য বিটুমিন ও পলিইথিলিনের দাম। ঊর্ধ্বমুখী রয়েছে টিন ও অ্যালুমিনিয়ামের দাম। তবে অপরিবর্তিত

দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলামের তারিখ নির্ধারণ

বাংলাদেশ ব্যাংকে ২ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। পাশাপাশি রুপার

যে ৯ ব্যাংকে আগস্টের ৩০ দিনে কোনো রেমিট্যান্স আসেনি

গত আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে ২২২ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

নুরের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২ জন

ডাকসু: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আছে কঠোর নির্দেশনা

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে

বিশ্ববাজারে বেড়েছে টিন ও অ্যালুমিনিয়ামের দাম, কমছে পলিইথিলিন-বিটুমিনের

চীনে একই গাড়িতে পুতিন-মোদি

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সিনিয়র সচিব জিয়াউলকে

পায়রার ভাঙনে ‘মানচিত্র থেকে’ বিলীনের পথে চান্দখালী গ্রাম

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে নারীর কাটা লাশ উদ্ধার

বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হলেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: ফখরুল

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক

নুরকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে: ঢামেক পরিচালক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫০০ জন

দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলামের তারিখ নির্ধারণ

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের