ই-পেপার মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢালাও দরপতনে শেয়ার বাজার

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১১:৫০
আপডেট  : ২২ এপ্রিল ২০২৫, ১২:১৪

দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতন টানা ষষ্ঠ দিনে গড়াল। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্টের বেশি। এ নিয়ে গত ছয় কার্যদিবসে সূচক কমেছে ১৫৮ পয়েন্ট।

অব্যাহত এ দরপতনে হতাশ বিনিয়োগকারীরা। ক্রমাগত লোকসানে তাদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। এদিকে দিনদিন লেনদেন কমছে। এ অবস্থায় অনেক ব্রোকারেজ হাউজের শাখা অফিস বন্ধ হচ্ছে। জনবল ছাঁটাই করা হচ্ছে।

বাজার সংশ্লিষ্ট-ব্যক্তিরা বলেছেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করলে বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু তাদের সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কারণ, তাদের বিনিয়োগ সুরক্ষা পাচ্ছে না। প্রতিদিন ঢালাও দরপতন হচ্ছে।

তারা বলেছেন, পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্সের সুপারিশ দিতে যদি সাত মাস লাগে। তাও এখন পর্যন্ত মাত্র কয়েকটি বিষয়ে তারা সুপারিশ করেছে। তাহলে পুঁজিবাজার সংস্কারে কতদিন লাগবে? লেনদেন পর্যালোচনায় দেখা যায়, গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু এক ঘণ্টা পরই দাম কমতে থাকে। দিনশেষে ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির।

আর দর অপরিবর্তিত রয়েছে ৬০টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। এ নিয়ে টানা গত ছয় কার্যদিবস সূচক কমেছে। এর মধ্যে গত ২০ এপ্রিল ২২.৯৫ পয়েন্ট, ১৭ এপ্রিল ৮ পয়েন্ট, ১৬ এপ্রিল ২৬ পয়েন্ট, ১৫ এপ্রিল ৩৭ পয়েন্ট, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের বন্ধ ছিল। এর আগের দিন ১৩ এপ্রিল সূচক কমে ৩৫ পয়েন্টের বেশি।

এদিকে গতকাল সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৪ লাখ টাকা।

আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫১ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৬ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো; বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং করপোরেশন, মিডল্যান্ড ব্যাংক, শাহিনপুকুর সিরামিক, উত্তরা ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্ট, ফাইন ফুডস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ১৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১১৫টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৩৫ লাখ টাকা।

টানা এ দরপতন নিয়ে হতাশার কথা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান। গতকাল তিনি বলেন, বিনিয়োগকারীরা বাজারে আস্থা রাখতে পারছে না। টানা দরপতনের পাশাপাশি দিনদিন লেনদেন তলানিতে এসে ঠেকেছে।

তিনি বলেন, দুইটা স্টক এক্সচেঞ্জ ও ব্রোকাররা লোকসানে চলে গেছে। এ অবস্থায় অনেক ব্রোকার হাউজের শাখা অফিস বন্ধ হচ্ছে। জনবল ছাঁটাই করা হচ্ছে। ডিএসইর এই পরিচালক বলেন, ৮০০ থেকে ১ হাজার কোটি টাকা লেনদেন হলে ব্রোকার হাউজগুলো কোনোভাবে টিকে থাকতে পারে। সেখানে লেনদেন হচ্ছে ৩০০ কোটির ঘরে। তাহলে কীভাবে আমরা টিকে থাকব।

তিনি বলেন, গত আট মাসে সরকারি ভালো কয়েকটি কোম্পানি পুঁজিবাজারে আনা যেত। এছাড়া, বহুজাতিক কোম্পানিতে সরকারের যে শেয়ার আছে, তার একটা অংশও বাজারে ছাড়া যেত। এতে কিছুটা হলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরত।

পুঁজিবাজারে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ডিবিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীরা কোনো আশা দেখছেন না। তিনি বলেন, আমাদের বাজারের একটি বড় সমস্যা সুশাসনের অভাব। এ কারণে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নেই। যে বাজারে পুঁজির নিরাপত্তা নেই, সেখানে বিনিয়োগকারীদের আস্থা থাকবে না, এটাই স্বাভাবিক।

আমার বার্তা/এল/এমই

এপ্রিলের ২১ দিনেই এলো প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

ঈদের আগে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। ঈদের পরও রেমিট্যান্সের গতিধারা অব্যাহত রয়েছে।

সম্পূরক ঋণ চুক্তিতে ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

সম্পূলক ঋণ চুক্তির আওতায় ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া সরকার। “গ্লোবাল সামুদ্রিক বিপদ সংকেত

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম

বিশ্ববাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। ঊর্ধ্বমুখী এই প্রবণতায় ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম

ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে রড-সিমেন্ট, ক্যাবলসহ লিংকেজ কোম্পানি

বৈষম্যমূলক ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার ফার সংক্রান্ত সমস্যায় কমেছে সরকারি-বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি। এতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নিয়ে রাজনীতি নয়, জনদুর্ভোগ লাঘব চায় বিএনপি: তারেক রহমান

এপ্রিলের ২১ দিনেই এলো প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

ধানমন্ডিতে বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা

সম্পূরক ঋণ চুক্তিতে ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

রামপুরায় পারিবারিক কলমের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি

আগামী নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা

ড. ইউনূসের সঙ্গে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

মাতারবাড়ি বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে

সব নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করাচ্ছে ডিএনসিসি

ইসলামে নামাজের গুরুত্ব ও সৌন্দর্য

মে দিবসে পল্টনে বিশাল সমাবেশ করবে বিএনপি

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় নিহত ৫

ঢাকা সিটি কলেজ ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ, দেশবাসীর কাছে বিচার চাইলেন অধ্যক্ষ