ই-পেপার শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে একসঙ্গে চার বিদেশি জাহাজ

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৫, ১০:৫০
আপডেট  : ০২ জুলাই ২০২৫, ১০:৫৮

২০২৪–২৫ অর্থবছরে পণ্য পরিবহন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি ও আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে মোংলা সমুদ্রবন্দর। নতুন অর্থবছরের শুরুতেই একসঙ্গে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের জেটিতে পণ্য খালাস করছে, যা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতেই ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কনটেইনার নিয়ে নোঙর করে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এমভি কোটা রেস্টু’। ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে আসে পানামার পতাকাবাহী ‘এমটি হাইয়ং’, ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ নিয়ে ভিড়ে সিয়েরা লিওনের ‘এমভি হিস্ট্রি এডওয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মালামাল নিয়ে আসে পানামার ‘এমভি ডি এস প্রপার্টি’। একই রাতে এই চারটি জাহাজ পণ্য খালাস শুরু করে।

তিনি আরও জানান, এ সময় বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টিসহ মোট ১৪টি বিদেশি জাহাজ বন্দরের পোর্ট লিমিটের মধ্যে পণ্য খালাস করছিল। এসব জাহাজে রয়েছে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল।

মোংলা ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘বর্তমানে মোংলা বন্দর একটি পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় বন্দর হিসেবে ব্যবসায়ীদের কাছে গৃহীত হচ্ছে। অন্য বন্দরগুলোর তুলনায় এখানে সুযোগ-সুবিধা বেশি দেয়া হলে আরও নতুন ব্যবসায়ী আগ্রহী হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরে যারা এ বন্দর ব্যবহার করে অপচয় ও দুর্নীতি করেছে, তারা এখন গা ঢাকা দিয়েছে। এখন নতুন উদ্যোক্তারা আসছেন, তাদের সহায়তায় বন্দর কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।’

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান বলেন, ‘জাহাজ আগমন-বহির্গমন, আমদানি-রফতানি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ সব দিকেই মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বিদেশি ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শন করছে। অবকাঠামো ও গুদাম সুবিধা বাড়ানো হয়েছে, ফলে পণ্য খালাস দ্রুত সম্ভব হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন মোংলা বন্দরকে একটি আধুনিক, কার্যকর এবং ব্যবসা-বান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতে। অর্থবছরের শুরুতেই একসঙ্গে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করাই এর সফল উদাহরণ।’

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং সভা

ঔষধ, সার্জিক্যাল পণ্য, ইলেক্ট্রনিকস সামগ্রী ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে

সাময়িক বন্ধ থাকবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের কার্যক্রম

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং

রিজার্ভ চুরির প্রতিবেদন দিতে আরও ৩ সপ্তাহ সময় পেল সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ আগামী

গ্যাসের জন্য হাহাকার ঘরে-বাইরে সবখানে

এমনিতেই গ্যাস সংকটে নাকাল গোটা দেশ, এরমধ্যে বৈরী আবহাওয়ায় আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ৪৮ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

০৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থী ও স্টাফকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাংলাদেশে শিগগিরই নির্বাচন—ইউনূস-রুবিওর ফোনালাপে আলোচনা

জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান

বেবিচকে নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফার যোগদান

আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

পিআর পদ্ধতিতে গেলে দেশে বড় ধরনের বিভেদ তৈরি হবে: এ্যানি

মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মিশন খোলার বিষয় খসড়া পর্যায়ে আছে

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৮ জনের ছানি অপারেশন

দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

হিজরি সালের প্রথম মাস মহররমের ফজিলত ও আমল

ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ৭৩ জন, অনুপস্থিত প্রায় ১৯ হাজার

তারেক রহমানের চাচাতো ভাই সেজে প্রতারণা, হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা

টাঙ্গাইলের স্কুলশিক্ষিকা লাকী আখতার আত্মহত্যার সুইসাইড নোট প্রকাশ

বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

লোকবল নেবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনার সূত্রপাত যেভাবে

নওগাঁ সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করলো বিএসএফ

ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮ জন