জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইতে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে এফবিসিসিআইর মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে এফবিসিসিআইর কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত মুসল্লীগণ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্রজনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাদের এই আত্মত্যাগ স্বার্থক হবে। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতরা যাতে সুচিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে-সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মাধ্যমে জুলাই আন্দোলনের সূচনা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অসম সাহসী ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে এ আন্দোলন বেগবান হয়। পরবর্তীতে তা ছাত্র-জনতা, মেহনতী মানুষ, কৃষক শ্রমিক সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। তাই আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য অনেক গৌরবের ও শৌর্যের। দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক- আজকের দিনে এটাই এফবিসিসিআইর প্রার্থনা।
আমার বার্তা/এমই