ই-পেপার বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

দেশে উৎপাদিত খাদ্যের প্রায় ৩৪ শতাংশ অপচয় হয়: সিপিডি

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬

দেশে উৎপাদিত খাদ্যের প্রায় ৩৪ শতাংশ নষ্ট বা অপচয় হয়, যা অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাস, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ( এফএও), বিশ্বব্যাংক এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউএফপি) এর যৌথ উদ্যোগে ‘শূন্য খাদ্য অপচয়ের পথে : বাংলাদেশে একটি টেকসই খাদ্য সরবরাহ ব্যবস্থা গঠন’ শীর্ষক সম্মেলনে এসব তথ্য উঠে আসে।

উপস্থাপিত গবেষণা পত্রে বলা হয়, দেশে উৎপাদিত খাদ্যের প্রায় ৩৪ শতাংশ নষ্ট বা অপচয় হয়। এর ফলে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। যেমন— দেশের মোট জমির প্রায় ২৭ শতাংশে যে খাদ্য উৎপাদন হয়, তা কখনোই মানুষের খাদ্য তালিকায় পৌঁছায় না।

সম্মেলনে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অপচয় রোধে জনসচেতনতা ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আকর্ষণীয় প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশে এখনো অপুষ্টি বিদ্যমান। বিশেষ করে নারীরা এর শিকার। অন্যদিকে খাদ্য বণ্টনও অসম। তাই খাদ্য অপচয় রোধ করা এখনই জরুরি।

তিনি আরও বলেন, কৃষকরা প্রায়ই সীমিত সহায়তার কারণে খাদ্য উৎপাদনে সমস্যায় পড়েন। পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা, মূল্য নির্ধারণ পদ্ধতি কিংবা অবকাঠামোগত সহায়তা না থাকায় অনেক সময় উৎপাদিত পণ্য অপচয় হয়। কৃষকরা সঠিক মূল্যও পান না।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে বলেন, খাদ্য অপচয় মানে শুধু খাদ্য নয়, বরং পানি, জমি ও শ্রমের মতো দুর্লভ সম্পদের অপচয়। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের জন্য খাদ্য অপচয় কমানো অপরিহার্য।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়ামিন বলেন, বাংলাদেশে আবাদযোগ্য জমি, পানি এবং প্রাণবৈচিত্র্য দ্রুত হ্রাস পাচ্ছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তারা খাদ্য ঝুঁকিতে পড়ছে।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এম. অ্যান্ডারস কার্লসন বলেন, বিশ্বে উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ নষ্ট বা অপচয় হয়। এই খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত জমির পরিমাণ চীনের আয়তনের চেয়েও বড়, অথচ তা শেষ পর্যন্ত কেউ খায় না।

তিনি আরও বলেন, শুধু খাদ্যই অপচয় হয় না, উৎপাদন ও পরিবহনের সময় শক্তি এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। তাই এখনই পদক্ষেপ নিতে হবে— আগামীকাল নয়, আজ।

ফাএও’র ডেপুটি প্রতিনিধি ড. দিয়া সানু বলেন, বিশ্বে উৎপাদিত খাদ্য বিশ্ব জনসংখ্যার দেড় গুণ মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট হলেও অসম বণ্টন, দুর্বল অবকাঠামো এবং খাদ্য অপচয়ের কারণে অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ছে।

ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি জেসি উড বলেন, গবেষণায় দেখা গেছে, ফসল তোলার পর ৮-১৫ শতাংশ চাল এবং ২০-৪০ শতাংশ ফল ও সবজি নষ্ট হয়, যার আর্থিক মূল্য প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সবজি, মাছ ও অন্যান্য খাদ্য উৎপাদনে শক্তিশালী দেশ হয়েও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা ও প্রক্রিয়াজাত শিল্প না থাকায় অনেক খাদ্য আমদানি করতে হয়। এতে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হন।

সম্মেলনে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্ভাবক, গবেষক ও উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে খাদ্য অপচয় কমানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আমার বার্তা/এমই

দেশের ইস্ট ইন্ডিয়াকে শাস্তির আওতায় আনতে হবে: ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, রাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক শক্তির স্বার্থটা যখন এক

অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি: অর্থ উপদেষ্টা

চব্বিশের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের কিছু অর্থ ফিরতে পারে: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে, যা ২০২৬ অর্থবছরে বেড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে বিসিটিআইতে সমন্বিত প্রশিক্ষণ কোর্স শুরু হবে

দুর্গাপূজার মতো নির্বাচনও হবে উৎসবমুখর পরিবেশে: মুক্তিযোদ্ধা উপদেষ্টা

ধর্ষণের মামলায় ভুক্তভোগীকেই আলামত দিতে হয়, যা নির্যাতনের সামিল

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: আমিনুল হক

১৭ বছর জাঁতাকলে পড়ে শিক্ষকরা অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছেন: এ্যানি

প্রধান উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন হান্নান মাসউদ

গাজাগামী ফ্লোটিলায় যোগ দিলেন আলোকচিত্রী শহিদুল আলম

ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

এস আলম গ্রুপের অভিযুক্তদের দেশে ফেরাতে ইন্টারপোলের দারস্থ দুদক

বিতর্কিত সেই ১৫ ক্লাব ছাড়াই হবে বিসিবি নির্বাচন

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে কর্মশালা

যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে বাংলাদেশের স্থান অপরিবর্তিত

ফেব্রুয়ারিতে নির্বাচনের আপত্তি নেই এনসিপির: সারজিস আলম

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ-সড়ক অবরোধ

দেশের ইস্ট ইন্ডিয়াকে শাস্তির আওতায় আনতে হবে: ফরাসউদ্দিন

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, ভারতকে দোষারোপ

ঢাবি-জবির ভর্তি পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরে, জানুয়ারিতে রাবির

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি: অর্থ উপদেষ্টা