
প্রগতি-টয়োটা পার্টনারশীপের আওতায় বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন থেকে প্রগতি ইন্ডাষ্ট্রিজে পাওয়া যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র অধীনস্থ প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ (পিআইএল) এর চট্টগামের কারখানায় এ পার্টনারশীপ যাত্রার শুভ উদ্বোধন করা হয়।
শিল্প সচিব জনাব মো. ওবায়দুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং বিশেষ অতিথি, বিএসইসি’র চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), যুগ্মসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ বিপিএ, প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস এবং শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রগতির কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টয়োটা হায়েস ১২সিটের গাড়িতে আছে উচ্চ ক্ষমতার অকটেন চালিত ২৬৯৪সিসি’র ২.৭ লিটার ইঞ্জিন, ৫স্পিড ম্যানুয়াল, হুইলবেস ২৫৭০, টর্ক-২৪১/৩৮০০, ডাবল উইসবন লিফ স্প্রিং সাসপেনশন, ৫মি. টার্নিং রেডিয়াস, ২ডাব্লিউডি ড্রাভিং সিস্টেম ও ৭০লিটার ধারন ক্ষমতার ফুয়েল ট্যাংক। টয়োটা হায়েস কমিউটার গাড়িটির রেজিস্ট্রেশন বাদে মূল্য পঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা।
আমার বার্তা/এমই

