ই-পেপার বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ডিসেম্বরে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় আমিরাত

আমার বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬, ১১:০০

বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে যে, ডিসেম্বরে দেশে মোট ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

একক দেশ হিসেবে বরাবরের মতো এবারও শীর্ষ স্থান দখল করেছে সৌদি আরব। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিট্যান্সের এই উর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

শীর্ষ ১০ দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার, ইতালি থেকে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার এবং ওমান থেকে ১৮ কোটি ৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তালিকার অন্য দেশগুলোর মধ্যে কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

ব্যাংকিং খাতের বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার এসেছে।

রেমিট্যান্সের এই প্রবাহকে গত বছরের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। গত নভেম্বর মাসেও ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে সরকারি প্রণোদনা ও বিভিন্ন উদ্যোগ কাজ করছে বলে মনে করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে সরকারের সম্মতি

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে

আবাসন ঋণের সীমা বাড়লো , সহজ হবে ফ্ল্যাট কেনা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং খাতকে গতিশীল করতে আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের দাপটে শেয়ারবাজারে লেনদেন ঊর্ধ্বমুখি

টানা দুই কার্যদিবস দরপতনের পর বুধবার (৭ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে।  প্রধান শেয়ারবাজার ঢাকা

জেনে নিন আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

দেশের বাজারে বুধবার (৭ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

আমি মনে করি না কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে: প্রধান উপদেষ্টা

আ.লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

বিমানবন্দরের নিরাপত্তায় বেবিচকের বিশেষ মহড়া

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে সরকারের সম্মতি

শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চব্যয় শিক্ষার্থীর জন্য বড় প্রতিবন্ধকতা

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প

ভারত একজনকেই নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কিভাবে দেবে

পোস্টাল ব্যালট নিয়ে হতাশার কথা জানালেন শহীদুল আলম

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচনী মাঠে দলীয় সিদ্ধান্ত নিচ্ছেন ডিসি-এসপিরা: জামায়াত

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়