ই-পেপার বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ডেন্টালে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৯

বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে রোববার (২৯ ডিসেম্বর) থেকে। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে আগ্রহীদের।

শিক্ষার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। দ্বিতীয়বার পরীক্ষার জন্য দুইভাবে নম্বর কাটা হবে।

কারা আবদনের যোগ্য-

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইসএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না; প্রার্থীকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।

এসএসসি/ ‘ও’ লেভেল / সমমান এবং এইচএসসি ‘এ’ লেভেল / সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে।

তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না; সকলের জন্যে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাসে-

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (এক শ)। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন-জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০।

ভর্তি পরীক্ষার নম্বর-

পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ণ করা হবে। এসএসসি/ও লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ=৫০ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ =৫০ নম্বর (সর্বোচ্চ)।

দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের কত নম্বর কাটা-

পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ (তিন) নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৬ (ছয়) নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে-

বিডিএস কোর্সে ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dame.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

ভর্তি পরীক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

ডেন্টাল পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ-

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৯/১২/২০২৪, রোববার সকাল ১০টা।

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২০/১/২০২৫, সোমবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ২১/০১/২০২৫, মঙ্গলবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্টের তারিখ: ২৩/২/২০২৫, রোববার হতে ২৫/২/২০২৫ মঙ্গলবার পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ: ২৮/২/২০২৫, শুক্রবার সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত।

আমার বার্তা/জেএইচ

বছরের প্রথম দিনে বই না দিতে পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখপ্রকাশ

নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে

বই ছাপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের তালিকা করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

যারা বই ছাপাতে প্রতিবন্ধকতা তৈরি করেছেন তাদের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা

ইএফটি উদ্বোধন, বছরের প্রথমদিনে বেতন পেলেন এমপিও শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি কার্যক্রম

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে থাকছে ‘বঙ্গবন্ধু’ ও ৭ মার্চ

মুক্তিযুদ্ধের ইতিহাস যৌক্তিকভাবে তুলে ধরা হবে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারের বিনামূল্যের পাঠ্যবইয়ে। পাঠ্যবইয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘বঙ্গবন্ধু’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদী-মুর্মুকে চিঠি দিলেন খ্রিষ্টান নেতারা

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করল সরকার

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে গাড়িচাপায় নিহত ৩

বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

বরগুনায় দিনেদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন

পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে তিন দপ্তরে চিঠি

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত লাখের বেশি

১৪ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয়: রিজওয়ানা

দ্রুত নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করতে হবে: ফখরুল

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মাঝে গাড়িচাপায় নিহত ১০

প্রতিবেদনে সন্তুষ্ট সরকার, শতভাগ নিশ্চিত হতে নমুনা পরীক্ষা বিদেশে

হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব

শহীদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে

স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত‍্যা

বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসির