ই-পেপার বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা প্রকাশ

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১২:৪৩

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে, সেদিন ক্যাম্পাসে বিকাল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর শুধু ক্যাম্পাস থেকে বের হওয়া যাবে। পহেলা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় আরও বলা হয়, নববর্ষের শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্যের পরিচায়ক। এ বছর ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রা সর্বজনীন অংশগ্রহণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

এ বছর নববর্ষের শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় বের করা হবে। শোভাযাত্রাটি শিশুপার্কের সামনে থেকে ঘুরে শাহবাগ হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে।

সভায় জনসাধারণের জন্য আরও যে সকল নির্দেশনা দেওয়া হয় তা হলো- পহেলা বৈশাখের আগের দিন ১৩ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্যকোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

এছাড়া, পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখের রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিবর্গ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদ সম্মুখের ছবির হাটের গেইট, বাংলা একাডেমির সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রস্থানের পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেইট ও বাংলা একাডেমির সম্মুখে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ব্যবহার করা যাবে।

পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক।

আমার বার্তা/এল/এমই

শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নৈতিকতার প্রসঙ্গটা আমাদের স্কুল

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী

এসএসসির প্রশ্নফাঁস ঠেকাতে ৩৫ দিন সব কোচিং বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে  এসএসসি ও সমমান পরীক্ষা । এদিন সকাল ১০টা থেকে সারাদেশে

এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল, আলোচনায় আগামী নির্বাচন

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশে হোলসিম বিনিয়োগকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

পাইকগাছায় পৃথক অভিযানে ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে

গজারিয়ায় ২২১৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী স্ত্রী আটক

মেয়ের প্রতারণায় নিঃস্ব বাবা, সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে

এনসিসি গঠনে একমত গণঅধিকার পরিষদ, সংবিধানে বহুত্ববাদে দ্বিমত

ফায়ার সার্ভিসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে: গুতেরেস

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৫০

শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন: গণশিক্ষা উপদেষ্টা