ই-পেপার সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশন

আমার বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৫, ১৩:১২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইনে ছাত্রসংসদ সংযুক্তকরণ ও দ্রুত নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন।

যদিও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী জানিয়েছেন নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন হবে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে একাত্মতা প্রকাশ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ছাত্রসংসদের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা শুরু থেকেই সংহতি জানিয়ে আসছি। কোনো ছাত্রসংগঠন যদি চাঁদাবাজি, সিট বাণিজ্য কিংবা র‍্যাগিংয়ে জড়ায়, তা প্রতিরোধের একমাত্র প্ল্যাটফর্ম হলো ছাত্রসংসদ। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্রসংসদের বিধান যুক্ত করে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা হোক।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাখা ইসলামি ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অনশনে সংহতি জানায়। এসময় তাদের স্লোগান দিতে শোনা যায়— ‘ছাত্রসংসদ ছাড়া ক্যাম্পাস, চলবে না চলবে না’, ‘দিতে হবে দিতে হবে, ছাত্রসংসদ দিতে হবে’।

শাখা ছাত্রশিবির নেতা আহমাদুল হক আলভি বলেন, যারা এখানে অনশনে বসেছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ছাত্রসংসদ আমাদের অধিকার। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর কোনো শক্তি যেন ফ্যাসিবাদের চর্চা না করতে পারে তার জন্য ছাত্রসংসদ বাস্তবায়নই একমাত্র পথ।

অনশনের সঙ্গে সহমত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাজিম উল হক বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, তা পূর্ণতা পাবে ছাত্রসংসদ বাস্তবায়নের মাধ্যমে। ছাত্রসংসদ আমাদের প্রাণের দাবি। কিন্তু প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আর আশ্বাস চাই না, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

জুলাই আন্দোলনের সংগঠক শাহারিয়ার সোহাগ বলেন, ছাত্রসংসদ গণতন্ত্র চর্চার এক সুগম পথ। এই দাবিতে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম। আজ আমার ভাইয়েরা অনশনে বসেছে, আমি তাদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি।

এর আগে রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা।

এদিকে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের বড়ভাই আবু হোসাইন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার ছোট ভাই আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল জুলাই বিপ্লবে রাজপথে নামতে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্রসংসদ আইনে সংযুক্ত করার দাবিতে আন্দোলন করছে। আশানুরূপ ফল না পেয়ে আজ তারা আমরণ অনশনে বসেছে। তাদের এই যৌক্তিক দাবির প্রতি আমি পূর্ণ সংহতি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির দায়িত্বশীলরা যেন দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধান করেন।

আমার বার্তা/এল/এমই

১৯ আগষ্টের মধ্যে ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ হয়েছে। চূড়ান্ত সুপারিশ করতে সব প্রস্তুতি

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন চবি অধ্যাপক আইয়ূব ইসলাম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর

পদোন্নতি বঞ্চিত ৮ হাজার চিকিৎসক-শিক্ষক

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত প্রায় ৮ হাজার সরকারি চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক। তাদের অভিযোগ,

শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য চাইলো অধিদফতর

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৭ শতাংশ স্বাস্থ্য পেশাজীবী শিশুদের অপ্রয়োজনীয়ভাবে গুঁড়াদুধ খাওয়ানোর পরামর্শ দেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

এক বছরে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের

জেলেনস্কি চাইলে মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ডাকসু নির্বাচন শিবিরের প্যানেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা

ধানমন্ডির সেই ৩০০ কোটি টাকার সম্পত্তি বরাদ্দে স্থিতাবস্থা হাইকোর্টের

ডাকসু নির্বাচনে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র নিলেন ১৪৫ প্রার্থী

ইসরাইলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরুর দাবি এনসিপির

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাবি শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

দেশের কৃষি বিপ্লবের মাইলফলক: ৬৫ বছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের প্রথম গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর হলেন মাহাবুব হাসান

নির্যাতনের কারণে তালাক দেন স্ত্রী, আক্রোশে সৎ সন্তানকে হত্যা

অনিশ্চয়তার মধ্যে মনোনয়ন ফরম কিনছেন ছাত্রদলের নেতাকর্মীরা

ইবিতে জুলাই অভ্যুত্থানবিরোধী ১৯ শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

পেট ফাঁপা দূর করতে যা খাবেন

ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা : ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা

সীমানা পুনর্নির্ধারণে ইসির শুনানি শুরু ২৪ আগস্ট