ই-পেপার শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১

তুফান নিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন নাবিলা

অনলাইন ডেস্ক:
২৩ জুন ২০২৪, ১৯:৩৩
মাসুমা রহমান নাবিলা।

ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমায় প্রথমবারের মতো সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আয়নাবাজির পর দীর্ঘ বিরতি শেষে ‘তুফান’-এর মাধ্যমে আবার আলোচনায় আসলেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার পাশাপাশি কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাবিলা। জানান, ‘তুফান’ সিনেমা মুক্তির দিন থেকেই হলে যাচ্ছেন তিনি। সেখান থেকে তুফান দেখতে আসা দর্শকদের সাড়া পেয়ে বেশ আপ্লুতও এই অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক। মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে। সিনেমাটিতে শাকিব খান নায়ক। তাই সিনেমাটি যখন শুরু করি, তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে। তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনায় ছিল না।’

তবে তুফান নিয়ে এত উন্মাদনার পেছনে দর্শক আগ্রহের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেরও অবদান আছে বলে মনে করেন নাবিলা। তার কথায়, ‘৮ বছর আগে যখন আয়নাবাজি মুক্তি পায় তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এতটা প্রভাব ছিল না।

এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে তুমুল চর্চা হয়। তুফানের বেলায় সেটা মারাত্মকভাবে উপলব্ধি করলাম।

সিনেমা হল থেকে দর্শক ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে নাবিলা বলেন, ‘আমরা হলে হলে ঘুরছি আর বিচিত্র রকম অভিজ্ঞতা হচ্ছে। এক মহিলা তো আমাকে পেয়ে জড়িয়ে ধরতে চাইলেন। দর্শকদের এমন আরও অনেক ভালোবাসা সরাসরি হলে উপস্থিতি হয়ে পেয়েছি, অনুভব করেছি।’

তুফানে যুক্ত হওয়া প্রসঙ্গে নাবিলার ভাষ্য, ‘প্রথম যখন ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলন করে। তখন একটা গেট টুগেদার হয়। সেখানে পরিচালক রায়হান রাফির সঙ্গে আমার দেখা হয়।

তখন রাফি আমাকে তার অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে রাফি আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।’

‘তুফানে’ নাবিলার আয়নাবাজির নায়ক চঞ্চল চৌধুরীও অভিনয় করেছেন। দ্বিতীয় ছবিতেও প্রথম ছবির নায়ক থাকার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। তবে মজার বিষয় হচ্ছে, ‘তুফান’-এ চঞ্চল ভাই থাকলেও শ্যুটিংয়ে তার সঙ্গে আমার কোনো সিকোয়েন্স ছিল না।’

মূলত উপস্থাপক হিসেবেই পরিচিতি ছিলো নাবিলার। তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি। ৮ বছরের দীর্ঘ বিরতি শেষে আত্মবিশ্বাস না হারিয়ে তুফান সিনেমায় অভিনয়ের মাধ্যমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

আমার বার্তা/এমই

দুষ্টু কোকিল গান শুনে মানুষ খারাপ মন্তব্য করছে: মিমি

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান

ছেলে পূণ্যকে নিয়ে সবুজের রাজ্যে পরীমণি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ঢালিউড অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া

পরকীয়া কী বুঝেন না মিথিলা

  দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ক্যারিয়ারজুড়ে শুধু অভিনয় দিয়েই নয়, সেচ্ছাসেবী কর্মকাণ্ড,

রান্নাঘরে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ঋতাভরী

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। পর্দায় ললিতা হিসেবে পথচলা শুরু, এরপর লক্ষ্মী বউ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাছে লোকে কিছু বলে, তাতে কিছু যায় আসে না: মতিউরের স্ত্রী লাকী

গাজীপুরেও মিললো মতিউরের সাম্রাজ্য

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

প্রাক্তন স্বামীকে প্রশংসায় ভাসালেন শোলাঙ্কি

বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হচ্ছে

নানা অজুহাতে বাড়নো হলো চালের দাম

জাতিসংঘ পুলিশের কাজে অবদান রাখার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

সার্কভুক্ত দেশের জন্য কারেন্সি সোয়াপ চালু করলো ভারত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গ্রহণ চলছে

উত্তাপ মুরগি-গরুর মাংসের বাজারে, সবজিতে স্বস্তি

নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল যুক্তরাষ্ট্র, পাল্টা আঘাত পাকিস্তানের

প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদ ধসে নিহত ১

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল

যেসব ভুলে নিশ্চুপে বাড়ছে হাই ব্লাড প্রেশার

‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছেন ড. ইউনূস’

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে বাইডেন-ট্রাম্পের তীব্র বাকযুদ্ধ

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ১০ বছর পর ফাইনালে ভারত

আইএমএফের ঋণে রিজার্ভ বেড়ে ২৬.৫ বিলিয়ন ডলার