পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৫। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।
নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। ঢাকা মেইলের সঙ্গে নতুন বছর নিয়ে পরিকল্পনা ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহা।
তিনি বলেন, অভিনেত্রী হিসেবে এমন কিছু কাজ করতে চাই যা সবাই মনে রাখবেন। দর্শক কোনো না কোনো বার্তা পাবেন। অনেক বেশি না করে ভালো ভালো কাজ করতে চাই। কাজের ক্ষেত্রে প্রথমে চরিত্রে ঢুকতে, প্রস্তুতি নিতে চাই। এরপর অন্য চরিত্রে যুক্ত হতে চাই। এটা আমার শেখার সময়। একসাথে অনেক কাজ করলে শিখতে পারব না। চরিত্র থেকে চরিত্রে জার্নিও ঠিকঠাক হবে না। ওই জায়গা থেকে পরিকল্পনা করেছি নতুন বছর মাসে একটা করে কাজ করব। পাশাপাশি টিভিসি, ওভিসি আর ভার্সিটিতে ক্লাস করব।
এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে— জানতে চাইলে অভিনেত্রী বলেন, কাজের ব্যস্ততার কারণে পড়াশোনায় সময় কম দেওয়া হচ্ছিল। ফলে খানিকটা পিছিয়ে পড়েছিলাম। হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেননা কিছুদিন আগে পরীক্ষা গেল। তাই সিদ্ধান্ত নিয়েছি সামনে বছর পড়ার টেবিল ঠিক রেখে কাজ করব।
২০২৪ কেমন কেটেছে জানতে চাইলে নিহা জানান, কাজ, পড়ালেখা, ব্যক্তিগত জীবন— সব মিলিয়ে বেশ ভালো কেটেছে।
আমার বার্তা/এমই