ই-পেপার শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শিশুর হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কি

অধ্যাপক ডা. ইমনুল ইসলাম:
২৩ এপ্রিল ২০২৪, ১৯:১৯

শিশুর হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সংক্রমণ রোগ শিশুদের শরীরে প্রায়ই ফোসকার মতো র‌্যাশ দেখতে পাওয়া যায়। এর কারণ হলো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এ রোগ বেশির ভাগ ক্ষেত্রে ক্ষুদ্র জঘঅ ভাইরাসের অন্তর্ভুক্ত কিছু আন্ত্রিক ভাইরাসের সংক্রমণে হয়। যার মধ্যে ককসাকি-এ ১৬, এন্টারোভাইরাস-এ ৭১ কখনো বা কিছু ইকো ভাইরাস অন্যতম। এটি একটি ভাইরাসবাহিত রোগ, রোগটি খুবই ছোঁয়াচে, তবে এর তীব্রতা কম আর জটিলতা নেই বললেই চলে। ৫ বছর বয়সী শিশুরা, সচরাচর ১০ বছরের কম বয়সী শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। সংক্রমিতদের মধ্যে লক্ষণ প্রকাশ পায় মোটামুটি ৩-৬ দিনের মধ্যে। শিশু এবং বড়দের একই রকম লক্ষণ থাকে। তবে পাঁচ বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো বেশি কষ্টদায়ক থাকে। অসুখটি একাধিকবার হতে পারে।

রোগটি কীভাবে ছড়ায় :

রোগীর শরীরের সঙ্গে সরাসরি সংস্পর্শ এলে আক্রান্ত হওয়ার পর ফোসকা থেকে বের হওয়া তরল পদার্থ অন্য কারও দেহে লাগলে। হাঁচি ও কাশির মাধ্যমে যে ‘ড্রপলেট’ ছড়িয়ে, মলের মাধ্যমে এর সংক্রমণ হতে পারে। একজন আক্রান্ত ব্যক্তির কাছের মানুষদের (পষড়ংব পড়হঃধপঃ) মধ্যে ৯০ শতাংশেরই অসুখটি হওয়ার আশঙ্কা থাকে। এই রোগ আটকানোর কোনো উপায় নেই, কোনো টিকাও নেই। স্কুলে যদি শিশুদের মধ্যে সংক্রমণ শুরু হয়, তবে আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা অন্য শিশুদের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। শীতের শেষে এবং বসন্তের মৌসুমে দেখতে পাওয়া যায়।

লক্ষণ :

শিশুদের জ¦র ও গলা ব্যথা হতে পারে, প্রাথমিক উপসর্গগুলো সাধারণ ভাইরাল জ¦রের মতোই। প্রথমদিকে তীব্র জ্বর (১০৩ঋ) এবং জ্বর শুরু হওয়ার এক বা দুদিন পরে, মুখের ভেতরে, হাতে-পায়ে বা নিতম্বে ফুসকুড়ি দেখা দেয়। ফুসকুড়ি চুলকায় না, তবে যন্ত্রণাদায়ক ফোসকা পড়ে। শিশুর ত্বকের রঙের ওপর নির্ভর করে ফুসকুড়ি ‘লাল, সাদা, ধূসর বা ছোট ছোট দাগ হিসেবে দেখা যেতে পারে। ফুসকুড়ি সাধারণত জ¦র হওয়ার ৩-৫ দিন পরে দেখা যায়। সাধারণত স্বল্পমাত্রার জ্বর থাকে তবে তীব্র জ্বর হতে পারে। আক্রান্ত অন্যদের সাধারণত জ¦র, গলা ব্যথা, খাবারে অনীহা, জিহ্বা, মাড়ি বা গালের ভেতরে, হাতের তালুতে, তলপেটে কিংবা নিতম্বে ফুসকুড়ি এই হলো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ।

চিকিৎসা :

এই রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। আক্রান্তদের স্যুপ, প্রচুর পানি ও নরম খাবার খেতে দেওয়া হয়। ওষুধ হিসেবে শুধু ঢ়ধৎধপরঃধসড়ষ জ¦র অথবা ব্যথার জন্য দেওয়া হয়। চুলকানির জন্য অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারেন। শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং জ্বর যদি বেশি হয়। যদি ৭-১০ দিনের মধ্যে ব্যথা ভালো না হয়। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।

প্রতিকার :

রোগীর পরিচর্যার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহার করা। বাড়িতে অন্য শিশু থাকলে বাড়তি সতর্কতা। আক্রান্তের সংস্পর্শে যত কম আসা যায়, ততই ভালো। রোগীর ব্যবহার করা থালা, গ্লাস, বাটি-চামচ পরিষ্কার করার সময় গ্লাভস ব্যবহার করা জরুরি। সচেতন থাকি, শিশুদের ভালো রাখি।

লেখক : শিশুরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আমার বার্তা/এমই

মায়েদের প্রসব পরবর্তী চিকিৎসায় রিহ্যাবিলিটেশন মেডিসিন

মাতৃত্বের স্বাদ প্রতিটি নারী জীবনে ঘটে যাওয়া অন্যতম সেরা রোমাঞ্চকর অনুভুতি।  তবে, সন্তান জন্মদানের পর

স্বাস্থ্য ব্যয় মেটাতে বছরে দরিদ্র হচ্ছে ৬১ লাখ মানুষ

চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যায়,

মানুষের উপকারে আসবে এমন প্রকল্প আমি করব: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন বলেছেন, মানুষের উপকারে আসবে এমন প্রকল্প, হাসপাতাল

মেডিকেল কলেজের মান বাড়লে আরও দক্ষ চিকিৎসক তৈরি হবে

দেশে বিদ্যমান মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি পেলে আরও বেশি দক্ষ চিকিৎসক তৈরি হবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরা থেকে শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চ্যাটজিপিটিতে এলো সার্চ ফিচার

ছিন্নমূল ২ হাজার মানুষকে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

র‍্যাবের অভিযানে সারাদেশে আরও ২৯০ জন গ্রেপ্তার

নাহিদসহ ৩ সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে

সেন্টমার্টিনগামী ট্রলার ও স্পিডবোট ডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

চীন-রাশিয়ার ৪ যুদ্ধবিমানকে যুক্তরাষ্ট্র ও কানাডার ধাওয়া

ঘুম থেকে উঠে শুনি আমি মারা গেছি

দুর্নীতির দায়ে গ্রেপ্তার রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী

নতুন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি ড. ইউনূসের

এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল সাগরের, ফিরলেন লাশ হয়ে

দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে

সাংবাদিক সাঈদ খানকে গ্রেপ্তারে বিএফইউজে ও ডিইউজের নিন্দা

ঢাকাসহ চার জেলায় আজ ৯ ঘণ্টা কারফিউ শিথিল

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

নদীর বুকে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা