ই-পেপার শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শিশুর হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কি

অধ্যাপক ডা. ইমনুল ইসলাম:
২৩ এপ্রিল ২০২৪, ১৯:১৯

শিশুর হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সংক্রমণ রোগ শিশুদের শরীরে প্রায়ই ফোসকার মতো র‌্যাশ দেখতে পাওয়া যায়। এর কারণ হলো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এ রোগ বেশির ভাগ ক্ষেত্রে ক্ষুদ্র জঘঅ ভাইরাসের অন্তর্ভুক্ত কিছু আন্ত্রিক ভাইরাসের সংক্রমণে হয়। যার মধ্যে ককসাকি-এ ১৬, এন্টারোভাইরাস-এ ৭১ কখনো বা কিছু ইকো ভাইরাস অন্যতম। এটি একটি ভাইরাসবাহিত রোগ, রোগটি খুবই ছোঁয়াচে, তবে এর তীব্রতা কম আর জটিলতা নেই বললেই চলে। ৫ বছর বয়সী শিশুরা, সচরাচর ১০ বছরের কম বয়সী শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। সংক্রমিতদের মধ্যে লক্ষণ প্রকাশ পায় মোটামুটি ৩-৬ দিনের মধ্যে। শিশু এবং বড়দের একই রকম লক্ষণ থাকে। তবে পাঁচ বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো বেশি কষ্টদায়ক থাকে। অসুখটি একাধিকবার হতে পারে।

রোগটি কীভাবে ছড়ায় :

রোগীর শরীরের সঙ্গে সরাসরি সংস্পর্শ এলে আক্রান্ত হওয়ার পর ফোসকা থেকে বের হওয়া তরল পদার্থ অন্য কারও দেহে লাগলে। হাঁচি ও কাশির মাধ্যমে যে ‘ড্রপলেট’ ছড়িয়ে, মলের মাধ্যমে এর সংক্রমণ হতে পারে। একজন আক্রান্ত ব্যক্তির কাছের মানুষদের (পষড়ংব পড়হঃধপঃ) মধ্যে ৯০ শতাংশেরই অসুখটি হওয়ার আশঙ্কা থাকে। এই রোগ আটকানোর কোনো উপায় নেই, কোনো টিকাও নেই। স্কুলে যদি শিশুদের মধ্যে সংক্রমণ শুরু হয়, তবে আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা অন্য শিশুদের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। শীতের শেষে এবং বসন্তের মৌসুমে দেখতে পাওয়া যায়।

লক্ষণ :

শিশুদের জ¦র ও গলা ব্যথা হতে পারে, প্রাথমিক উপসর্গগুলো সাধারণ ভাইরাল জ¦রের মতোই। প্রথমদিকে তীব্র জ্বর (১০৩ঋ) এবং জ্বর শুরু হওয়ার এক বা দুদিন পরে, মুখের ভেতরে, হাতে-পায়ে বা নিতম্বে ফুসকুড়ি দেখা দেয়। ফুসকুড়ি চুলকায় না, তবে যন্ত্রণাদায়ক ফোসকা পড়ে। শিশুর ত্বকের রঙের ওপর নির্ভর করে ফুসকুড়ি ‘লাল, সাদা, ধূসর বা ছোট ছোট দাগ হিসেবে দেখা যেতে পারে। ফুসকুড়ি সাধারণত জ¦র হওয়ার ৩-৫ দিন পরে দেখা যায়। সাধারণত স্বল্পমাত্রার জ্বর থাকে তবে তীব্র জ্বর হতে পারে। আক্রান্ত অন্যদের সাধারণত জ¦র, গলা ব্যথা, খাবারে অনীহা, জিহ্বা, মাড়ি বা গালের ভেতরে, হাতের তালুতে, তলপেটে কিংবা নিতম্বে ফুসকুড়ি এই হলো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ।

চিকিৎসা :

এই রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। আক্রান্তদের স্যুপ, প্রচুর পানি ও নরম খাবার খেতে দেওয়া হয়। ওষুধ হিসেবে শুধু ঢ়ধৎধপরঃধসড়ষ জ¦র অথবা ব্যথার জন্য দেওয়া হয়। চুলকানির জন্য অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারেন। শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং জ্বর যদি বেশি হয়। যদি ৭-১০ দিনের মধ্যে ব্যথা ভালো না হয়। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।

প্রতিকার :

রোগীর পরিচর্যার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহার করা। বাড়িতে অন্য শিশু থাকলে বাড়তি সতর্কতা। আক্রান্তের সংস্পর্শে যত কম আসা যায়, ততই ভালো। রোগীর ব্যবহার করা থালা, গ্লাস, বাটি-চামচ পরিষ্কার করার সময় গ্লাভস ব্যবহার করা জরুরি। সচেতন থাকি, শিশুদের ভালো রাখি।

লেখক : শিশুরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আমার বার্তা/এমই

বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ছাড়া ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই বলে মন্তব্য

মন্ত্রী হয়ে স্ত্রীর সঙ্গে বসে নাটক দেখা বাদ দিলাম: সামন্ত লাল সেন

সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্ত্রীর সঙ্গে বসে টেলিভিশনে নাটক দেখা বাদ দিয়েছেন বলে

ডেঙ্গুতে এ বছর মারা যেতে পারে ৪০ হাজার মানুষ

একটি স্ত্রী এডিস মশা যদি ফ্ল্যাভিভাইরাস প্যাথোজেন বহন করে এবং এ অবস্থায় কাউকে কামড় দেয়

এল নিনোর প্রভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

চৈত্রের শুরুতেই ক্রমশ বাড়ছে উষ্ণতার পারদ। অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে জনজীবন। জলবায়ুর ব্যাপক পরিবর্তন সাধনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ

২৫ বছরে প্রথমবার আমেথিতে নেই গান্ধী পরিবারের কোনো প্রার্থী

আগামীকাল থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া  

রাজধানীর বকশিবাজার মোড়ে বাস চাপায় এক ব্যক্তি নিহত 

স্টেশন মাস্টারসহ তিনজন বরখাস্ত

নাইজারে মার্কিন ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর: ২ আসামী গ্রেপ্তার

বোলিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের অভিষেক

চাঁদের উদ্দেশে যাত্রা করল পাকিস্তানের স্যাটেলাইট

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিলো সৌদি

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সৈকত

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ : গ্রেপ্তার ২,২০০ শিক্ষার্থী

‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’

‘আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না’

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, পেছাল ভারত

মিয়ানমারে পুরুষকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না জান্তা

ঢাবির প্রশ্নপত্র ফাঁস: ৮৭ শিক্ষার্থীসহ সব আসামি খালাস

ঢাবির কার্জন হলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বনানীতে দাঁড়িয়ে থাকা বাসে সিএনজির ধাক্কা, আহত ৬