বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টারে আধুনিক প্রযুক্তিনির্ভর এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, মেমোগ্রাম এবং বিএমডি পরীক্ষাসহ নানা সেবা চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় (প্রথম তলায়) অবস্থিত রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয়। শুক্রবার এবং সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত অন্যান্য সব কার্যদিবসে এই সেবাসমূহ চালু রয়েছে।
আমার বার্তা/এল/এমই