ই-পেপার সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩২

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
২৮ মার্চ ২০২৫, ১৪:৩৪

বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের জেরে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাবদ ৭ কোটি ৩০ লাখ ডলার দেবে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, জাতিসংঘের আন্তর্জাতিক খাদ্য সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) মাধ্যমে প্রদান করা হবে এই অর্থ। যুক্তরাষ্ট্রের মিত্র আন্তর্জাতিক অংশীদারদেরও এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এক্স বার্তায় ট্যামি ব্রুস বলেন, “১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য সহায়তা হিসেবে ৭ কোটি ৩০ লাখ ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। ডব্লিউএফপির মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। লাখ লাখ মানুষের এ ধরনের জীবন-মরণ সংকটে সহায়তা প্রদানের জন্য আমরা আমাদের মিত্র ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছেন ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা।

শুরুর দিকে আশ্রয়ের পাশাপাশি এই রোহিঙ্গাদের খাদ্য সহায়তাও দিয়েছে বাংলাদেশের সরকার। পরে এক সময় এ দায়িত্ব নেয় জাতিসংঘ। বাংলাদেশের শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের সবাই জাতিসংঘ থেকে খাদ্য সহায়তা পেয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাবদ মাথাপিছু ১২ দশমিক ৫০ ডলার দিচ্ছে জাতিসংঘ। ডব্লিউএফপির মাধ্যমে প্রদান করা হচ্ছে এই সহায়তা।

তবে এই পরিমাণ সহায়তা কতদিন পর্যন্ত প্রদান করা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিল এএফপি। কারণ জাতিসংঘের তহবিলের একটি উল্লেখযোগ্য অংশের যোগান আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে; কিন্তু গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকাংশ বিদেশি সহায়তা বন্ধে নির্বাহী আদেশ জারি করেন এবং এতে উদ্বেগে পড়ে জাতিসংঘ।

ডব্লিউএফপির কর্মকর্তারা সম্প্রতি সতর্কবার্তা দিয়েছিলেন, যদি শিগগিরই নতুন সহায়তা না আসে তাহলে রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তা ৬ ডলারে নেমে আসবে।

প্রসঙ্গত, রোহিঙ্গা সংকটের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি বিদেশি সহায়তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে সহায়তা হিসেবে ২৪০ কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন। -- সূত্র : রয়টার্স

আমার বার্তা/এমই

ঈদের দিন গাজায় ৬৪ জনকে হত্যা করলো ইসরায়েল

ঈদের দিনও রক্তপাত থেকে রেহাই পেলো না গাজা। অবরুদ্ধ উপত্যকাটিতে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল

যুক্তরাষ্ট্রের বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

সৌদিসহ ১১ দেশে আজ ঈদ, মিসরসহ ১৪টিতে কাল

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে আজ ঈদুল ফিতর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

কারাগারে দাপুটে আওয়ামী লীগ নেতাদের মলিন ঈদ

আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনে পালিত হচ্ছে ঈদুল ফিতর

১৫ বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি: মির্জা ফখরুল

বিদেশে আওয়ামী লীগ নেতাদের রাজকীয় ঈদ, দেশে বিপাকে কর্মীরা

নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হবে: বিএনপি

এনসিপি : পরিবর্তনের আশা, সন্দেহ এবং চ্যালেঞ্জ

আগামীতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে

৭ বছর পর মায়ের সাথে ঈদ উদযাপন করলেন তারেক রহমান

মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু

ঈদের দিন গাজায় ৬৪ জনকে হত্যা করলো ইসরায়েল

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টা ড.ইউনূসের

বিশেষ মোনাজাতে দেশ-জাতির কল্যাণ ও ফিলিস্তিনে শান্তি কামনা

জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে

চট্টগ্রামে ঈদের সকালে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৫

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

৩১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী