ই-পেপার বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরিয়ার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উল্লাস

আমার বার্তা অনলাইন
১৪ মে ২০২৫, ১৩:২৮
আপডেট  : ১৪ মে ২০২৫, ১৩:৩০

সিরিয়ার ওপর থেকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই ঘোষণা ঘিরে দেশটির বিভিন্ন প্রান্তে দেখা গেছে জনতার উচ্ছ্বাস। রাস্তায় নেমে নাচ-গান, আতশবাজি ও ফাঁকা গুলির মাধ্যমে আনন্দ উদ্‌যাপন করেছেন সাধারণ মানুষ। খবর সিএনএনের।

বুধবার (১৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র সঙ্গে ট্রাম্পের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ফলে সিরিয়ায় ত্রাণ সহায়তা ও বৈদেশিক আর্থিক লেনদেন কার্যত বন্ধ ছিল। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে চাপে রাখা। তবে ট্রাম্প জানিয়েছেন, এখন তার নীতি পরিবর্তনের ফলে সিরিয়ার সামনে একটি ‘বিশাল সুযোগ’ তৈরি হয়েছে।

রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, 'এখন সময় এসেছে সিরিয়ার উঠে দাঁড়াবার। এই সিদ্ধান্ত দেশটিকে স্থিতিশীল ও আত্মনির্ভরশীল করে তুলবে।' সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেন, এই সিদ্ধান্ত পুনর্গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ।

তিনি জানান, বছরের পর বছর যুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।

উল্লেখ্য, সিরিয়ার ৯০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক মহলে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে আসছিল।

গত বছর এক সাক্ষাৎকারে আহমেদ আল শারা বলেন, 'বর্তমানে সিরিয়া কারও জন্য হুমকি নয়। অতীতের শাসকগোষ্ঠী দায়ী ছিল অপরাধের জন্য। নতুন সরকার মানবাধিকার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

সিরিয়ার নতুন সরকারের অনুরোধে ইসলামপন্থি সংগঠন তাহরির আল শাম (এইচটিএস) কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। যদিও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের তালিকায় এখনো এইচটিএস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই রয়েছে। কারণ সংগঠনটি নিজেকে এক সময় আল কায়েদার অংশ হিসেবে প্রচার করেছিল।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা বলেন, 'নতুন সরকার আন্তর্জাতিক আইন মান্য করে চলবে এবং আগের অপরাধের দায় বর্তমান প্রশাসনের নয়।' নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত সিরিয়াকে বৈশ্বিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/জেএইচ

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে

রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নিল পাকিস্তান

রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উন্নতিতে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে পাকিস্তানের। দেশটিতে নতুন ইস্পাত কারখানা

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই

‘পেপে’ নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিড দিয়ে চটপটি-ফুসকার টক তৈরি;মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লং মার্চ টু যমুনা: জবি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেবন মাহফুজ আলম

উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শাহবাগ-কাকরাইলে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

মৌলিক সংস্কার শেষে দ্রুতই নির্বাচন সম্ভব: বদিউল আলম মজুমদার

জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্দেশ করবে: আলী রীয়াজ

আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কারমাত্র: আবদুল মঈন

সাম্য হত্যা মামলার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ

এমপিদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের জন্য আবেদন আইনজীবীর

সর্বজনীন পেনশন স্কিম: জমা অর্থের ৩০% এককালীন উত্তোলনের সুযোগ

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

তুরস্কের চিকিৎসকরা জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৫০ শিশুর স্ক্রিনিং করল

এক দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক

শেয়ারবাজারে ঢালাও দরপতন অব্যাহত রয়েছে

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

যা আছে তা-ই মেনে নিলে কোনো পরিবর্তন সম্ভব নয়: ইউনূস

বজ্রপাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের ২০ টি জরুরি নির্দেশনা