
ফ্রান্সের বিখ্যাত জাদুঘর ল্যুভরে গয়না চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
লে প্যারিসিয়েন সংবাদপত্রের মতে, ওই ব্যক্তিরা মূলত প্যারিসের শহরতলির সেইন-সেন্ট-ডেনিসের বাসিন্দা এবং একজন চার্লস ডি গল বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত রোববার বিশ্বের বিখ্যাত জাদুঘর থেকে অমূল্য রত্ন চুরি করা হয়েছিল, যখন চার চোর প্রকাশ্য দিবালোকে বিদ্যুৎ সরঞ্জাম নিয়ে ভবনে প্রবেশ করে।
জানা গেছে, জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলার কিছুক্ষণ পরেই স্থানীয় সময় ৯ টা ৩০ মিনিটে দলটি ভবনে প্রবেশ করে।
দুই চোর প্রথমে বিদ্যুৎ সরঞ্জাম দিয়ে জানালা কেটে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা রক্ষীদের হুমকি দেয়, যাতে তারা দুর্বৃত্তদের ভেতরে প্রবেশ করতে দেয়। পরে রত্ন ধারণকারী দুটি ডিসপ্লে কেসের কাচ কেটে ফেলা হয়।
ফরাসি মিডিয়া অনুসারে, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে, জাদুঘরের যে এলাকায় অভিযান চালানো হয়েছে সেখানে তিনটি কক্ষের মধ্যে একটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।
ফরাসি পুলিশ জানায়, চোররা চার মিনিটের জন্য ভিতরে ছিল এবং ৯ টা ৩৮ টায় বাইরে অপেক্ষা করা দুটি স্কুটারে করে পালিয়ে যায়।
এর আগে শনিবার ফরাসি রেডিও আরটিএলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহের চুরির ঘটনার পর ল্যুভর জাদুঘর থেকে কিছু মূল্যবান রত্ন ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করা হয়।
এদিকে, জাদুঘরে চুরির ঘটনায় ফ্রান্সের বিচারমন্ত্রী তখন থেকে নিরাপত্তা প্রোটোকল ব্যর্থ বলে স্বীকার করেছেন।
আমার বার্তা/এল/এমই

