স্মার্টফোন হাতে নিলেই পাবেন সুগন্ধ। কীভাবে? ভাবছেন কোনো সুগন্ধির ব্র্যান্ডের স্মার্টফোনের আদলে কোনো প্যাকেজিংয়ের কথা বলছি। না, নতুন একটি স্মার্টফোনের কথা বলছি।
জনপ্রিয় স্মার্টফোন সংস্থা নতুন একটি ফোন আনলো বাজারে। ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন। এই ফোনটিতে দেওয়া হয়েছে এই বিশেষ ফিচার। এই ফোনে থাকবে স্পেশ্যাল সেন্ট-টেক ফিচার।
ইনফিনিক্স সংস্থার নতুন ফোনের ব্যাক প্যানেল থেকে ব্যবহারকারীরা একটি সুগন্ধ পাবেন। এই সুগন্ধ কতটা গাঢ় হবে, কতক্ষণ স্থায়ী হবে, তা নির্ভর করবে ফোনের ব্যবহারের ধরন এবং আবহাওয়ার উপর, অর্থাৎ কোন আবহাওয়ায় ফোন ব্যবহার করা হচ্ছে তার উপর।
ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটি মেরিন ড্রিফট ব্লু, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে। মেরিন ড্রিফট ব্লু রঙের মডেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। আর রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে-এই দুই মডেলে থাকবে মেটালিক ফিনিশ।
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১১ হাজার ৪৯৯ রুপি। তবে নতুন ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটির দাম কত তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শিগগির ফোনটি আসবে বাজারে।
আমার বার্তা/এল/এমই