বর্তমানে ডেস্কটপের চেয়ে ল্যাপটপের চাহিদাই অনেকবেশি। বহনে সুবিধা এবং যেখানে সেখানেই ল্যাপটপে কাজ করা যায়। অনেকেই আছেন অফিসে কিংবা বাড়িতে ল্যাপটপে কাজের সময় চার্জে লাগিয়ে রাখেন। কিন্তু এটি আসলে ঠিক নাকি ভুল?
সাধারণত মোবাইল সম্পর্কে বলা হয় যে চার্জিং করার সময় এটি ব্যবহার করা উচিত নয়। চার্জিং করার সময় মোবাইল ব্যবহারের ফলে মোবাইল ক্ষতিগ্রস্ত হওয়ার এবং অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে মোবাইল বিস্ফোরণও হতে পারে। তাহলে ল্যাপটপ চার্জিংয়ে রেখে কাজ করলে কী এমন সমস্যা হতে পারে?
যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে তাপ থেকে রক্ষা করা বাঞ্ছনীয়। ইলেকট্রনিক জিনিস যত বেশি তাপ থেকে দূরে থাকবে, তার আয়ু তত বেশি হবে। এমন পরিস্থিতিতে চার্জিং করার সময় ব্যবহারের কারণে যদি ল্যাপটপ গরম হয়ে যায়, বিশেষ করে যখন কেউ গেমিং বা ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজ করেন, তাহলে এটি ব্যাটারির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সাধারণ দীর্ঘসময় ব্যাটারি গরম হয়ে গেলে বাটারির ওপর প্রভাব পড়ে।
ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থা আসুস তাদের ব্লগে এই রকমই কিছু টিপস দিয়েছে, তাতে বলা হয়েছে, যদি কেউ ল্যাপটপটি সর্বদা চার্জে রাখেন, তাহলে ব্যাটারির ক্ষমতা কিছুটা কমে যেতে পারে, তবে এতে খুব একটা প্রভাব পড়ে না। কারণ এখন ল্যাপটপগুলো এমন প্রযুক্তি নিয়ে আসছে যা ল্যাপটপকে অতিরিক্ত চার্জিং থেকে রক্ষা করে এবং গরম হওয়া থেকেও নিরাপদ রাখে।
ব্যাটারির আয়ু চার্জিং এবং ডিসচার্জিং সাইকেলের উপর নির্ভর করে। প্রতিবার যখন ব্যাটারি ০ থেকে ১০০% চার্জ করা হয়, তখন এটি একটি সাইকেল হিসেবে গণনা করা হয়। তবে ল্যাপটপের চার্জ শূন্য হওয়ার আগেই ল্যাপটপটিকে চার্জিংয়ে রাখার চেষ্টা করা উচিত।
চার্জ করার সময় ল্যাপটপ ব্যবহার করায় কোনও বড় ক্ষতি নেই, তবে কিছু বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। যদি সর্বদা চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার করা হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। অবশ্য, আধুনিক ল্যাপটপের ব্যাটারিতে এমন সুরক্ষা রয়েছে যে সম্পূর্ণ চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে চার্জ হওয়া বন্ধ করে দেয় এবং এসি পাওয়ার চলতে শুরু করে।
সূত্র: নিউজ ১৮
আমার বার্তা/এল/এমই