ই-পেপার বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সাভারে ইয়ামিন হত্যা: এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আমার বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৫, ১৪:৩৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ আসামির বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান তিনি। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে নির্ধারিত তারিখের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন।

এ মামলায় ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন পুলিশ। বাকিরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের। এ ছাড়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাতজন। বাকি আটজন এখনো পলাতক রয়েছেন।

এদিন সকালে এ মামলার সাত আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এর আগে গত ১৪ জুলাই সাভারের ইয়ামিন হত্যা মামলার শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে আসামিদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউটর রেজা। শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন আদালত।

নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে বুকের বাঁ পাশে গুলি করেন তারা। গুলিতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।

একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেন। একইসঙ্গে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলির নির্দেশ দেওয়া হয়। ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন।

গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনো নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমার বার্তা/জেএইচ

জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের অস্থায়ী আদেশ প্রত্যাহার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায়

ট্রাইব্যুনালে ইয়াকুবের মায়ের কান্না, চাইলেন হাসিনা-কাদেরের বিচার

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয়

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার শুনানি: ৮ আসামি ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী বলল ইলন মাস্কের গ্রক

জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের অস্থায়ী আদেশ প্রত্যাহার

শুরুতে রোহিঙ্গাদের ১০ হাজার সিম দিতে চায় সরকার

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় যাবে বিএনপি

সিলেটের পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুদক

রাস্তা পারাপারের সময় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত: আমির খসরু

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার: অর্থ উপদেষ্টা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, মোবাইল কোর্টে জরিমানা

হাজারীবাগে ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু

ট্রাইব্যুনালে ইয়াকুবের মায়ের কান্না, চাইলেন হাসিনা-কাদেরের বিচার

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

চট্টগ্রামে ১২ শত পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী আটক

বিশ্বে চাল উৎপাদনে তৃতীয় ও মাছ উৎপাদনে ২য় বাংলাদেশ

সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতে গেছে শিক্ষকদের ১২ প্রতিনিধি

মাইলস্টোন ট্রাজেডি: বিমান দুর্ঘটনায় নিহতদের পাশে মাইলস্টোন কর্তৃপক্ষ

যশোরে যুবলীগের কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

দেশের ওষুধ শিল্পে সংকট-ঝুঁকি নিয়ে ফখরুলের উদ্বেগ

তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাব: আসিফ মাহমুদ