নারী উদ্যোক্তা ও চিকিৎসক কাশফিয়া আমিনা। পেশাগত ভাবে ডাক্তার হয়েও খুব অল্প সময়ে সফল নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত পান কাশফিয়া আমিনা। তিনি সমাজসেবী, জুয়েলারি ডিজাইনার এবং কে-ড্রব এই দুটি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী।
নিজের প্রতিষ্ঠানের তৈরি ও আমদানি করা জুয়েলারি এবং পোশাক নিয়ে পৌঁছে যেতে চান মানুষের ঘরে ঘরে।
ডিজাইনের প্রতি অনেক আগে থেকে একটা আগ্রহ কাজ করত আমিনার। ছোটবেলায় গান, আবৃত্তি করতেন আর মেহেদি দিতে পছন্দ করতেন। তাই ডিজাইনের সেন্সটা চলে এসেছিল। এরপরে নিজের কাজের পাশাপাশি শুরু করেন জুয়েলারি নিয়ে কাজ। শুধু ডাক্তার হিসেবে পরিচিত হতে চাননি। তাই ফ্যামিলি বিজনেসে না গিয়ে নিজে শুরু করেন জুয়েলারি হ্যান্ড পিক করে সেল করা।
বর্তমানে ঢাকার ধানমন্ডি, গাউসিয়া, পিংক সিটি ও রাজশাহীতে শোরুম রয়েছে আমিনার। তার ভাষ্য, আমি কারও ফলো করি না, নিজের মতো করে কাজ করি। সবকিছু আমার পরিকল্পনা ও ইন হাউজ ডিজাইনার দিয়ে ডিজাইন করা। আমার কথা দেশের টাকা দেশেই থাক।
আমিনা বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। আমার বাসার সবার সাপোর্ট রয়েছে বলেই এত দূর আসতে পেরেছি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমিনা বলেন, ভবিষ্যতে আমি গোল্ড, মানুষ যেন আমাকে কাশফিয়া জুয়েলারির কাশফিয়া হিসেবে চিনতে পারে, এটাই আমার চাওয়া। দেশের মাঝে কে-ড্রবকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই, যেন মানুষ একবার দেখলেই বুঝে যায় যে এটা কে-ড্রবের পোশাক। সব্যসাচীকে আমরা যেভাবে চিনি বা তার কাপড় আমরা কিনি, আমি চাই সব্যসাচী একদিন আমাকে চিনবে আর আমার কাছ থেকে জুয়েলারি আর কাপড় কিনবে। স্বপ্ন অনেক বড় আর এই পথেই হাঁটতে চাই।
নতুন উদ্যোগতাদের উদ্দেশ্যে আমিনা বলেন, প্রথমে ক্যাপিটাল সংগ্রহ করেন। এরপর ব্যবসা শুরু করেন। হঠাৎ করে কিছু করতে চাইলে টাকা লাগবে। মনে রাখতে হবে লোন করা টাকায় ব্যবসা হয় না। আপনি নতুন কষ্ট করেন, ধৈর্য ধরেন, সময় নেন পাশাপাশি ক্যাপিটাল সংগ্রহ করেন।
আমার বার্তা/এমই