ই-পেপার সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

একদিন আগে ঘোষণা দিয়ে তাণ্ডব, সতর্কই থাকল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
২৫ নভেম্বর ২০২৪, ১৪:২৬

রাজধানীর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে— এমন অভিযোগে গতকাল সংঘর্ষে জড়ান বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার জবাব দিতে গতকালই ‘মেগা মানডে’ ঘোষণা করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী আজ (সোমবার) সকাল থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। সেখান থেকে হাজারো শিক্ষার্থী ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয় হেঁটে।

এরপর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পৌঁছানোর পর সেখানে ব্যাপক তাণ্ডব চালান তারা। মাইকিং করে কলেজটিতে এই ভাঙচুর চালানো হয়। বিভিন্ন টেলিভিশনের লাইভ ফুটেজে এই কলেজের কম্পিউটার, খাতাপত্র ইত্যাদি নিয়ে অনেককে বেরিয়ে যেতে দেখা গেছে।

তাদের বাধা দেওয়া বা রাস্তায় আটকাতে পুলিশ কিংবা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি।

এখন প্রশ্ন উঠছে যে একদিন আগে এই ভাঙচুরের ঘোষণা দেওয়া হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি। আর এই ঘোষণার বিষয়ে নিরাপত্তা বাহিনীগুলো কী ভূমিকা রেখেছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন।

ডিএমপি এ দাবি করলেও কার্যত আজ ঘটনাস্থলে এই বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মাহাবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়ার পথে তাদের কোনো বাধা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বিধি-নিষেধে পড়তে দেখা যায়নি। ঘোষণা অনুযায়ী এই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছেন নির্বিঘ্নে।

এ ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঘোষণার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আমার বার্তা/এমই

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

দেশের চলমান অস্থিরতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংঘাত এবং সামগ্রিক সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল

উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি, অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল

জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের

প্রথম আলো কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ

গুলিভর্তি ম্যাগাজিন চুরি: ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে: মাহফুজ আলম

সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের নতুন কমিটি

ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবির ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

সংঘর্ষের দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা-পুলিশ প্রধানের পদত্যাগ দাবি

জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

প্রথম আলো কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা

মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকারকে ধন্যবাদ দিয়ে আরো যে পদক্ষেপ নিতে বললেন নূরুল কবির

ভালো নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই: ইসি সানাউল্লাহ

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

নাগরিক অধিকার ও নিজ বাড়িতে ফিরতে চাই: তুরিন আফরোজের মা

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ