ই-পেপার বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

আমাদের সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা হয়েছে

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৮

আমরা কচুরিপানার মতো ভাসছি। বাবা বিদ্রোহী সৈনিক ট্যাগের কারণে সুচিকিৎসা পাননি। আমরাও ভালো ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলাম। কিন্তু বাবাকে পিলখানার বিদ্রোহী সৈনিক ট্যাগ দিয়ে আমাদের সেই সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা হয়েছে। ভালো স্কুলেও পড়তে পারিনি। আমরা সেই বঞ্চনার বদলে ইনসাফ চাই। আমি বাবার মতো নির্দোষ বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরি ফেরত চাই।

এভাবেই সরকার ও বিজিবি মহাপরিচালকের কাছে আকুল আবেদন জানান সাবেক বিডিআর সদস্য শওকত আলীর মেয়ে সাদিয়া রহমান।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। সেখানে এসবকথা বলেন বিডিআর পরিবারের সদস্য সাদিয়া রহমান।

দিনাজপুর থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা এ তরুণী বলেন, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা মানবেতর জীবনযাপন করছি, আমরা আর এই মানবেতর জীবনযাপন করতে চাই না। আমরা ইনসাফ চাই।

সাদিয়া বলেন, আমরা ২০০৯ সাল থেকে কোনো জায়গায় ঠাঁই পাচ্ছি না। আমরা ভাসমান কচুরিপানার মতো ভেসে বেড়াচ্ছি। আমরা কোথাও প্রাপ্য সম্মান পাচ্ছি না। আমি এমন একজন সৈনিকের সন্তান যে বাবার বিদ্রোহী ট্যাগের কারণে স্বপ্ন দেখা ভুলে গেছি। বাবাকে বিদ্রোহী সৈনিকের ট্যাগ দিয়ে সুচিকিৎসাও দেওয়া হয়নি।

সাদিয়া আক্ষেপ করে বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যের সন্তান বলে আমরা ভালো স্কুলে পড়তে পারিনি। এই বৈষম্যগুলো কেন আমাদের সঙ্গে করা হয়েছে? আমরাও তো স্বপ্ন দেখেছিলাম সুন্দর ভবিষ্যতের, একটা সুন্দর ভবিষ্যৎ হবে। সেই সুন্দর ভবিষ্যৎ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।

সাদিয়া বলেন, আমরা চাই আমাদের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করা হোক। আমরা চাই আমাদের বাবা, চাচাদের সঙ্গে ইনসাফ করা হোক, অতি দ্রুত ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করা হোক। সাথে সাথে যারা প্রকৃত দোষী, যারা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত জড়িত, তাদের শনাক্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

ওই তরুণী বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমানে আপনি এই বাহিনীর গার্ডিয়ান। আপনার প্রতি আমাদের আকুল আবেদন আপনি আমাদের প্রতি সদয় হোন।

অবস্থান কর্মসূচিতে নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. জাহিদুল আলম।

রাঙ্গামাটি কাপ্তাই এলাকার এ বাসিন্দা দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। রাইফেল সপ্তাহ উপলক্ষে ২০০৯ সালে পিলখানার ৩৬ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছিল তাকে। পিলখানা হত্যাকাণ্ডের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জাহিদুল আলম বলেন, ২০০৯ সালে তো আমি এখানে কর্মরত ছিলাম না, এখানে আমাকে দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়ন থেকে সংযুক্ত করা হয়েছিল। আমি এর কিছুই জানতাম না। সে সময় কে বা কাহারা কী করেছিল আমি কিছুই জানি না। আমি তো বাহিনীর নিয়ম মেনে চাকরি করছিলাম, আমি তো সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবেই দায়িত্ব পালন করছিলাম। আমি তো বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য দায়িত্ব পালন করছিলাম। আজও আমি নিজেকে প্রশ্ন করি কেন আমার চাকরি গেল? আমি উত্তর খুঁজে পাই না।

পিলখানা হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, অনেক নিরপরাধ বিডিআর সদস্যের চাকরি গেছে। আমি তো আজও জানতে পারিনি আমাকে কেন বঞ্চিত করা হলো, আমার কেন চাকরি গেছে।

তিনি বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সেদিন আমি কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না, তারপরও কেন আমার চাকরি গেল স্যার। আমাকে সে সময় জিজ্ঞাসাবাদ করে দিনাজপুরের প্রেরণ করা হয়। এরপর আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় আমি একটা প্রতিবাদও করতে পারি নাই।

৫ আগস্টের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, বিজিবি মহাপরিচালকের কাছে আমাদের আকুল আবেদন, আমরা নির্দোষ স্যার। আপনি আমাদের গার্ডিয়ান আপনি আমাদের কষ্ট বুঝবেন স্যার। দয়া করে আমাদের বিদ্রোহী সৈনিকের ট্যাগ থেকে রক্ষা করুন, আমাদের চাকরি ফিরিয়ে দিন, ক্ষতিপূরণ দিন। স্যার আমরা এখানে আজ বিশৃঙ্খলা করতে আসিনি, দাবি নিয়ে এসেছি আমরা পিলখানায় ফিরতে চাই স্যার। আমরা চাকরিতে ক্ষতিপূরণসহ পুনর্বহাল চাই। আমরা মানবেতর জীবনযাপন করছি।

বিডিআর সদস্যদের এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা

সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারো পহেলা বৈশাখে ঢাকায় নানা অনুষ্ঠান পালিত

বাংলাদেশে হোলসিম বিনিয়োগকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ও এশিয়া,

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী সাধারণ নির্বাচন রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল, আলোচনায় আগামী নির্বাচন

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশে হোলসিম বিনিয়োগকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

পাইকগাছায় পৃথক অভিযানে ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে

গজারিয়ায় ২২১৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী স্ত্রী আটক

মেয়ের প্রতারণায় নিঃস্ব বাবা, সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে

এনসিসি গঠনে একমত গণঅধিকার পরিষদ, সংবিধানে বহুত্ববাদে দ্বিমত

ফায়ার সার্ভিসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে: গুতেরেস

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৫০

শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন: গণশিক্ষা উপদেষ্টা