ই-পেপার মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর সমস্যা সমাধানের তাগিদ

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৬

ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার শ্রমিকের সমস্যা সমাধানে দেশটির সরকারসহ সব অংশীজনের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখতে কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

গতকাল শনিবার সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুরে যাত্রাবিরতিকালে পররাষ্ট্রসচিব হাইকমিশন পরিদর্শন করেন এবং হাইকমিশনে দেওয়া বক্তব্যে এই নির্দেশনা দেন।

পররাষ্ট্রসচিব জুলাই-আগস্ট অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইকমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি মিশনের কর্মকর্তাদের দ্বিপাক্ষিক কূটনীতির পাশাপাশি দুই দেশের জনগণের মধ‍্যে সম্পর্ক নিবিড়করণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসীদের কল্যাণ এবং জনকূটনীতির ওপর জোর দেওয়ার নির্দেশনা দেন।

ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, বিভিন্ন দেশ থেকে দেশে বিদেশি বিনিয়োগ আসার পথ এখন সুগম হয়েছে।

তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং এ লক্ষ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মালয়েশিয়া এ বছর আসিয়ানের সভাপতি বিধায় এ বিষয়ে অত্র হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।

পাসপোর্ট বিতরণসহ অন্যান্য‍ সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে সংবেদনশীল আচরণ এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দেন। এ প্রসঙ্গে জসীম উদ্দিন আরও বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এমআরপি পুরোপুরি বাতিল করে ই-পাসপোর্ট চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সদয় নির্দেশনা রয়েছে।

উক্ত নির্দেশনা বাস্তবায়নে মিশনকে সব প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন পররাষ্ট্রসচিব।

মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের কল্যান নিশ্চিতকরণ এবং বাংলাদেশিদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে এই মিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করে তিনি এক্ষেত্রে মিশনের তৎপরতা বাড়াতে বলেন। প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত কয়েকটি শহরে কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলে জানান পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্রসচিব আরও বলেন, বিদেশের দূতাবাসগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য সব দূতাবাস ও হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও মূল্যায়ন সংক্রান্ত ড্যাশবোর্ডের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া, কুয়ালালামপুরে হাইকমিশনে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মিশনের সব কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং টিম- স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় শেষে পররাষ্ট্রসচিব মিশনের নতুন ভবনের বিভিন্ন কক্ষ এবং নির্মানাধীন সেবাকেন্দ্রসমূহ ঘুরে দেখেন।

আমার বার্তা/জেএইচ

ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকা নিয়ে যা বললেন ফারুকী

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র ব্যবহারের আশঙ্কা

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখের বেশি গোলাবারুদ

সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্ক

সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে বাংলাদেশ ও

সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদ যেন আর ফিরে না আসে: পররাষ্ট্র উপদেষ্টা

তুরস্কে চলমান আন্তালিয়া কূটনৈতিক ফোরামে অংশগ্রণের ফাঁকে তুর্কি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন পররাষ্ট্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন সমীকরণ

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

ট্রাম্পের শুল্কনীতি, বিশ্বে মন্দার চেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, আগেই সতর্কবার্তা দিলো ইউএসজিএস

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে

ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকা নিয়ে যা বললেন ফারুকী

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র ব্যবহারের আশঙ্কা

মহাকাশ ঘুরে এলেন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী

প্রশাসনিক ভবনের সামনে কুয়েট শিক্ষার্থীদের আরেকটি রাতযাপন

সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্ক

আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে: টিউলিপ

গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২

ট্রাম্প প্রশাসনের নির্দেশ না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান স্থগিত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে বন্দি করা উচিত: সাবেক সেনাপ্রধান

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে

গাজায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, প্রাণহানি ৫১ হাজার ছুঁই ছুঁই

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

সোলার ও কালি উৎপাদনে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে দুই বাংলাদেশি কোম্পানির সমঝোতা স্বাক্ষর