ই-পেপার বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দাতা সংস্থার পরামর্শ অন্ধভাবে অনুসরণ করে নতুন প্রকল্প নয়

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৫, ১০:২৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দাতা সংস্থার প্রেসক্রিপশন বা পরামর্শ অন্ধভাবে অনুসরণ করে রাজস্ব খাতে নতুন প্রকল্প না নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, পুরোনো প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ ব্যতিরেকে নতুন প্রকল্প নিলে তা হবে অপরিণামদর্শী এবং এতে সরকারি অর্থের শ্রাদ্ধ হবে। একই সঙ্গে টিআইবি আয়কর আদায় সহজ করতে ও কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিশ্চিতের পাশাপাশি দেশজ প্রযুক্তি-সক্ষমতা ও সম্ভাবনাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেন। তাঁর মতে, রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয় ব্যবস্থাপনা ও নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশন ও অটোমেশন বিষয়ে বেশ কয়েক দফা প্রকল্প নেওয়া হলেও সেগুলো খুব একটা কাজে আসেনি। এসব প্রকল্প কেন উদ্দেশ্য পূরণ করতে পারল না তার কারণ অনুসন্ধান ও সমাধানের পথ অবলম্বন ছাড়াই আবারও বিপুল অঙ্কের অর্থ খরচের প্রকল্প নিতে যাচ্ছে সরকার।

গণমাধ্যমকে উদ্ধৃত করে টিআইবি বলেছে, আয়কর আদায় বাড়াতে ও কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে। যদিও বিগত দেড় দশকে ডিজিটাইজেশন ও অটোমেশনের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়াতে অন্তত তিনটি বড় প্রকল্প বাস্তবায়ন করেছে রাজস্ব বিভাগ, যার কোনো বাস্তব সুফল পাওয়া যায়নি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব প্রকল্প যে উদ্দেশ্য পূরণ করতে পারেনি, তার বড় প্রমাণ নতুন করে বিশ্বব্যাংকের ঋণনির্ভর হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণের প্রয়াস। কারণ, আয়কর রিটার্ন দাখিল বা ভ্যাট আদায়প্রক্রিয়া এখনো অনলাইন করা যায়নি। কাগুজে পদ্ধতিই এখনো রাজস্ব আদায়ের বড় ভরসা। হয়রানি–দুর্নীতিও কমেনি। চালান জালিয়াতি নিয়ন্ত্রণে আনা যায়নি, কর ফাঁকি আর অর্থ পাচার রোধ হয়নি। দেশে কর–জিডিপির অনুপাতও বাড়েনি; বরং গত এক যুগে কমে গেছে। ২০২৪ অর্থবছরে তা ৮ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা ঠিক এক যুগ আগে ছিল ৯ দশমিক ১ শতাংশ। আর এক যুগের গড় অনুপাত হিসাব করলে তা আরও কমে হয় ৭ দশমিক ৪ শতাংশ, যেটি বাংলাদেশকে পুরো বিশ্বে সবচেয়ে কম কর–জিডিপি অনুপাতের দেশগুলোর একটিতে পরিণত করেছে।

ইফতেখারুজ্জামান বলেন, বছরের পর বছর ধরে বাস্তবায়িত প্রকল্পগুলো কেন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে? এর পেছনের কারণ হলো, রাজস্ব বিভাগের ভেতরে থাকা দুর্নীতির দুষ্টচক্রের হাতে সংস্থাটির জিম্মিদশায় থাকা, কিংবা যথাযথ দেশজ প্রযুক্তি-সক্ষমতা ও সম্ভাবনার সুফল আদায়ে অনীহা। এগুলোই করনীতির ধারাবাহিকতায় ঘাটতি তৈরি করে। এ নিয়ে অনুসন্ধান জরুরি।

টিআইবি বলেছে, আয়কর ব্যবস্থাপনা-প্রক্রিয়ার সহজীকরণ ও পূর্ণাঙ্গ অটোমেশন, পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, সরকারি ক্রয় ও বিনিয়োগ ব্যবস্থাপনা এবং নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের উদ্দেশ্যে বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ (সিটা) নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি মার্কিন ডলার। এ প্রকল্পের একটি বড় অংশই ব্যয় হবে সরকারি আয় ও ব্যয় ব্যবস্থাপনার অটোমেশন কার্যক্রমে।

প্রযুক্তিবিষয়ক প্রকল্প বাস্তবায়নে রাজস্ব বিভাগের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আয়কর আদায় ব্যবস্থাপনায় অটোমেশনের জন্য ঠিকাদার যে সফটওয়্যার সরবরাহ করেন, তা শেষ পর্যন্ত ব্যবহার করা যায়নি। পরে দেশেই স্বল্প ব্যয়ে আরেকটি ই-রিটার্ন ফাইলিং ব্যবস্থা তৈরি করা হয়। একইভাবে অন্য প্রকল্পে সহায়তার শর্ত মেনে ভেন্ডর লকড বা কমার্শিয়াল অফ-দ্য-শেলফ (কটস) সফটওয়্যার কিনে ব্যবস্থাপনায় হিমশিম খাওয়ার উদাহরণও আছে। এমন বাস্তবতায় নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার প্রেসক্রিপশনের অন্ধ অনুসরণ নয়; বরং বাস্তবতা মেনে সহজ ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনার কথা মাথায় রেখে প্রযুক্তি বাছাই করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব কারিগরি অবকাঠামো গড়ে তোলার বিষয়টি সতর্কভাবে বিবেচনা করতে হবে।

আমার বার্তা/জেএইচ

মালয়েশিয়ার শর্ত মেনে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে মানবন্ধন

মালয়েশিয়া সরকারের সব শর্ত মেনে নিয়ে দ্রুত যে কোনো মূল্যে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছে

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

কমিশনের লক্ষ্য হলো জাতীয় সনদ তৈরি করা: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা

আজ কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাকের অনুষ্ঠানিক উদ্বোধন

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে।এর মাধ্যমে সি-ট্রাক যুগে প্রবেশ করল কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার শর্ত মেনে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে মানবন্ধন

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে আশাবাদী ও উচ্ছ্বসিত নারী ক্রীড়াবিদরা

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস

কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

ঢাকার চার পয়েন্টে সিগন্যাল লাইট চালু, পর্যায়ক্রমে প্রতিটা জেব্রা ক্রসিংয়ে

কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগকে ফেরত দেয়া হচ্ছে

পুকুরে পিকআপ উল্টে পড়ে প্রাণ গেল কিশোরের

কমিশনের লক্ষ্য হলো জাতীয় সনদ তৈরি করা: আলী রীয়াজ

আজ কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাকের অনুষ্ঠানিক উদ্বোধন

জন্মের আগেই যত্ন, মায়ের পাতে থাকুক পুষ্টিকর ৫ খাবার

সিটি ব্যাংকের ডিএমডি হলেন দুই কর্মকর্তা

সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন: খাদ্য উপদেষ্টা

আগামী সপ্তাহ থেকে ফের বাড়তে পারে বৃষ্টি

ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি: সিইসি

এনবিআরের দুই অতিরিক্ত কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর প্রদান

ভারতজুড়ে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি ও নির্যাতনের অভিযোগ

কাশ্মিরের ঘটনায় পাকিস্তানে নিরাপত্তা বৈঠক, সম্পর্কে চরম উত্তেজনা

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে আয়োজিত হয়েছে কেএসআরএম অ্যাওয়ার্ড

বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ

ইস্তাম্বুলে প্রধান বিচারপতি, দায়িত্বে আশফাকুল ইসলাম