ই-পেপার মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৫, ১৫:৩৫
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের হুমকির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। তাই সরকার চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক চিকিৎসা পরিবেশকে অনুকূল, নিরাপদ ও জনবান্ধব করতে কাজ করছে। এ ক্ষেত্রে সিভিল সার্জনদের প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় আরও জোরদার করতে হবে।

মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে দুদিনব্যাপী (১২ ও ১৩ মে) সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জনদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনারা সমাজের সবচেয়ে মেধাবী অংশ। তাই আপনাদের প্রতি জনপ্রত্যাশাও সবচেয়ে বেশি। জেলা পর্যায়ে স্বাস্থ্যখাতের চালিকাশক্তি হিসেবে আপনাদের প্রতিটি সিদ্ধান্ত, উদ্যোগ ও ত্যাগ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। আপনারাই মানুষের আশার আলো, দুঃসময়ে ভরসার আশ্রয়।

এসময় সেবাকে আরও জনমুখী করতে উপদেষ্টা কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। যেমন— ‘পোস্টমর্টেম সেবা থানা পর্যায়ে বিস্তৃত করা’; ‘নারীদের পোস্টমর্টেম নারী চিকিৎসকের মাধ্যমে সম্পন্ন করা’; ‘ধর্ষণ মামলায় নারী চিকিৎসক অনুপস্থিত থাকলে নারী সেবিকা দিয়ে পরীক্ষা করে পুরুষ চিকিৎসককে দিয়ে সই করানো’; ‘মানহীন ও শিক্ষকবিহীন বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করা’; ‘মেডিক্যাল কলেজগুলোর মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা’, ‘ইন্টার্ন চিকিৎসকদের ছয় মাস শহরে ও ছয় মাস গ্রামে প্রশিক্ষণ নিশ্চিত করা’ এবং ‘গ্রামে থাকাকালীন সম্মানী ভাতা বৃদ্ধি করা’।

তিনি বলেন, ‘এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জনগণ দ্রুততর সেবা পাবে এবং জনদুর্ভোগ হ্রাস পাবে। একই সঙ্গে দেশ অযোগ্য চিকিৎসক তৈরির ঝুঁকি থেকে মুক্ত থাকবে।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিভিল সার্জনদের থানা বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে পুনর্বাসন ও কাউন্সেলিং কার্যক্রম সফল করতে আহ্বান জানান।

চিকিৎসকদের প্রতি কিছু অভিযোগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চিকিৎসা একটি সম্মানজনক পেশা। চিকিৎসকরাই জনগণের সবচেয়ে বেশি সেবা দেওয়ার সুযোগ পান এবং তা দিতে সচেষ্ট থাকেন। তবুও জনগণের কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে— অনেক সরকারি চিকিৎসক হাসপাতালে নির্ধারিত সময়মতো উপস্থিত হন না বা পূর্ণ সময় থাকেন না। অনেক উপজেলা বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা পান না। এই অনুপস্থিতি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বাস্থ্যখাত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসান জানান, প্রশ্নোত্তর পর্বে উপদেষ্টা সিভিল সার্জনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সিভিল সার্জনরা এ সময় কয়েকটি দাবি-দাওয়া উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— জেলা হাসপাতালগুলোকে কেপিআই স্থাপনার স্বীকৃতি প্রদান ও সেখানে পুলিশ টহল বৃদ্ধি, পোস্টমর্টেম সেন্টার আধুনিকীকরণ ও সিভিল সার্জনদের জন্য গানম্যান প্রদান ইত্যাদি।

উপদেষ্টা এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী প্রমুখ।

আমার বার্তা/এমই

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে

অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হচ্ছে। আগামী ১৫ মে টোকিওতে

মিশরের সঙ্গে শিগগিরই ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিশরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে বলে

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে মন্ত্রণালয়

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছর সময়ের সকল আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকরা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না

উচ্চ কোলেস্টেরল যখন নীরব ঘাতকে পরিনত করে

জাতীয় স্বার্থের বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডার চেয়ারম্যান

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক

প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: আইইবি

কলম বিরতিতে এন‌বিআর কর্মকর্তা-কর্মচারীরা, তোপের মুখে চেয়ারম্যান

তিন দশক পর প্রিমিয়ার লিগে ফিরছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব

রানা দেখালেন চেষ্টা থাকলে নিউইয়র্ক জয় করা সম্ভব

এসএসসির শেষ পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৮

অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

মিশরের সঙ্গে শিগগিরই ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে পারবেন সিভিল সার্জনরা

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ

করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা কোন রাষ্ট্রের প্রক্সি হতে চাই না

জুলাই ঘোষণাপত্রে আ.লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে

ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম ‘নেক্সটজেন’ চালু করছে প্রাণ-আরএফএল

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ৪৪৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার