ই-পেপার বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩২

ষড়যন্ত্রের কথা বলে সবকিছু জায়েজ করে দিয়েন না: জোনায়েদ সাকি

আমার বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৫, ১৩:৪২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ষড়যন্ত্রের কথা আমরা অনেক শুনি কিন্তু ষড়যন্ত্রের কথা বলে সবকিছু জায়েজ করে দিয়েন না। এখানে প্রশাসন আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে যার লোকবল আছে, এর মধ্যে অনেক দোসররা যারা বড় বড় পদে ছিল তারা এখনও বহাল তবিয়তে আছে। আর কেন আছে তার জবাবও আপনাদের দিতে হবে।

বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, নারীর ওপর যখন নিপীড়ন হয়, কোনো মাজারে হামলা কিংবা কোনো ব্যক্তির ওপর মব আক্রমণ হয় তখন মানুষ উত্তেজিত তো হবেই। এটা কি অভ্যুত্থানের চেতনা, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা? অভ্যুত্থানের পর বলা হয়েছে, প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করা হবে, প্রত্যেক ধর্ম-গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এই সরকার যতদিন দায়িত্বে আছে দেশটা ভালোভাবে চালানো তাদেরই দায়িত্ব। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ায় পুলিশ ভেঙে পড়েছে, প্রশাসন ঠিকভাবে কাজ কর না বিধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। দ্রব্যমূল্যের অবস্থা খুব খারাপ ছিল, বারবার আমরা আওয়াজ তুলেছি, সরকার কিছুটা পদক্ষেপ নিয়েছে ফলে আমরা দেখছি রমজান মাসে অনেকগুলো পণ্য সহনশীল জায়গাতে আছে। তাহলে সরকার যদি উদ্যোগ নেয় কিছু কাজ হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, সময় কিছুটা লাগে, তবে আমরা কিন্তু ৭ মাস শেষে ৮ মাসে পা রেখেছি। এখন যদি বলেন, পুলিশ ঠিকভাবে কাজ করছে তখন কিন্তু মানুষ শুনতে চাইবে না। জবাবদিহিতা মানুষ চায়। কোথায় পুলিশ শোনে না, কারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি, কি ব্যবস্থা নিয়েছেন আপনি এ বিষয়গুলো মানুষ জানতে চায়। কোথায় কোন প্রশাসন অবহেলা করছে, দীর্ঘসূত্রিতা করছে, মানুষকে ঘোরাচ্ছে আর এসবের বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে মানুষ তা জানতে চায়।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের সব ধর্ম, জাতি ও বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল। যারা শাহাদত বরণ করেছে, ৩০ হাজারের ওপরে গুরুতর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫ শত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কত লাখ কোটি মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তা আহত ও শাহাদত বরণকারীদের সংখ্যা দেখেই বোঝা যায়। আমরা প্রথম থেকেই বলেছিলাম প্রত্যেকের দায়িত্ব নিতে হবে সরকার-রাষ্ট্রকে। যারা শাহাদাত বরণ করেছে তাদের শহিদের মর্যাদায়, জাতীয় বীরের মর্যাদায় ভূষিত করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের জীবনের দায়িত্ব নিতে হবে। কিন্তু সেই কাজেও নানান দুর্বলতা, অভিযোগ আমরা দেখেছি, কিন্তু আমরাও বার বার কথাটা ভুলে যাচ্ছি।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে ‘না’ বলবে বিএনপি

একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না: মোশাররফ

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির

সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান ফারুকের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন,

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে: অর্থ উপদেষ্টা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

নিউইয়র্কে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পেশ ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ

এসআই-এএসআইদের মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেবে সরকার

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা

নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের জন্য ২০ লাখ ইউরো দেবে ইইউ

জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

একাদশে হামজা এখানো চূড়ান্ত নয়: হাভিয়ের কাবরেরা

টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন নেসা মসজিদ

বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, সুযোগ নিচ্ছে চীন

সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা