
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা (ডিউটি) পাঁচ ঘণ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৬ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’র আয়োজনে এক গণসংবর্ধনায় তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, ‘আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই ...মায়েদের বাড়তি আরেকটু সম্মান করার.... সেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা...তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, তাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন...তিনি আবার ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবীও। আমারও আট ঘণ্টা তারও আট ঘণ্টা.. এটা কী তার ওপর অবিচার নয়? আমরা ক্ষমতায় গেলে তার কর্মঘণ্টা কমিয়ে দেবো। তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য।’
তিনি বলেন, ‘এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় তাদের জন্য ৫ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার যে সম্মান আমাদের দিয়েছে, আমাদের উচিত ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলা।’
তিনি আরও বলেন, ‘যারা মানব হত্যাকারী, তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অব জাস্টিস চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি জাতির এ আমানত আমাদের হাতে তুলে দেয়, আমরা ইনশাল্লাহ তা করব।’
আমার বার্তা/জেএইচ

