ই-পেপার মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না: জাতীয় নাগরিক জোট

আমার বার্তা অনলাইন
২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ নিজ উদ্যোগে এই আগ্রহ দেখিয়েছেন, আবার কারো ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে এই আগ্রহের বিষয় প্রকাশ পেয়েছে উল্লেখ করে আগামী নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক জোট।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোটের পক্ষ থেকে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে জোটের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার পুনরুদ্ধার, টেকসই জনবান্ধব সংস্কার, নিবর্তনমূলক কালো আইন বাতিল এবং অন্তর্বর্তীকালীন সরকারে জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে স্মারকলিপি দেবে বলে জানিয়েছে।

মানববন্ধনে গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খাান বলেন, আমরা চাই উপদেষ্টারা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দেবে। জনগণের আকাঙিক্ষত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন বলেন, জনগণের দাবি নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান আপনারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমরা দেখেছি নির্বাচন এলেই নানা ষড়যন্ত্র কাজ করে। যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন সময় এসেছে সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা চাই না এই উপদেষ্টারা পরবর্তী সময় সংসদে যেয়ে আওয়ামী লীগের মতো সংসদকে কলঙ্কিত করুক৷

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, যে উপদেষ্টাদের নির্বাচনের খায়েশ জেগেছে তারা শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ। আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ গত এক বছরে হাজার হাজার কোটি টাকা লুট-পাট করেছে। তারা এই কালো টাকা নির্বাচনে ব্যবহার করবে। তাদের দুর্নীতির সব তথ্য জনগণের কাছে আছে। এই দাবি ব্যক্তি বা সংগঠনের দাবি না এটি জনগণের দাবি।

আমজনতা দলের সাধারণ সম্পাদক মো.তারেক রহমান বলেন, উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনাদের মনে হতে পারে জুলাই অভ্যুত্থাানে ছাত্র উপদেষ্টারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। কিন্তু আজ যা মনে হচ্ছে কাল তা মনে নাও হতে পারে৷ উপদেষ্টারা সরকারি টাকায় নির্বাচন করার ছক একেছে। তারা নির্বাচন কারার উদ্দেশ্যে এক উপজেলায় ৪০০ কোটি টাকা বরাদ্দ নিয়েছে।

তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভাই ব্রাদারের সরকার বানিয়ে ফেলেছেন। নির্দিষ্ট অঞ্চলের উপদেষ্টা বানিয়ে ফেলেছেন। নির্বাচন করবে ত্যাগীরা। তারা সংসদে যাবে। এই সমস্ত উপদেষ্টাদের নির্বাচনের খায়েশ জন্মেছে তার মানে তারা সেই পরিমাণ আখের গুছিয়েছে। যারা নির্বাচনের আগ্রহ দেখিয়েছে তাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে।

তিনি বলেন, আমরা আজ ঐকমত্য কমিশনে স্মারকলিপি দেবো। এই কারণে যে আগামীর সরকার কী কী করবে সেটি নিয়ে কমিশন অনেক গবেষণা করেছে কিন্তু অন্তর্বর্তী সরকার কী করবে সেটি নিয়ে তাদের কোনো কাজ নেই।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে জোটের নেতারা ঐকমত্য কমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিতে প্রবেশ করেন।

আমার বার্তা/জেএইচ

আ.লীগকে ফিরিয়ে আনার সাহস কোথা থেকে পায় জাপা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ছাড়া

বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা দাবি

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ

যত মানুষ মেরেছে, ততবার ফাঁসি দিতে হবে শেখ হাসিনার: রফিকুল

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত মানুষকে হত্যা করেছে, ততবার তার ফাঁসি দেয়ার দাবি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে কমিশন: পররাষ্ট্র উপদেষ্টা

আ.লীগকে ফিরিয়ে আনার সাহস কোথা থেকে পায় জাপা: নাহিদ

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ যাত্রীর প্রাণহানির শঙ্কা

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট-জরুরি অবতরণ স্থগিত ঘোষণা করে চিঠি

সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে সরকারকে পরামর্শ

সুপারিশগুলো অধ্যাদেশ ও আদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে

বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরষ্কার প্রদান অনুষ্ঠান

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান

ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা

যুবলীগের সাবেক নেতা ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬ অবৈধ ট্রলিং বোট জব্দ

বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: জয়নুল আবদিন

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার স্টোরে অগ্নিকাণ্ড

এবারের সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়: শিশির মনির

‘যখন যা ইচ্ছে আমাদের কাছে চাইতে পারেন’, জাপানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প