
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। স্বতন্ত্রে নির্বাচন করতে একদিনে তাঁর প্রয়োজন ওই আসনের সাড়ে ৪ হাজারেরও বেশি ভোটারের স্বাক্ষর।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে ওই আসনের জনগনকে স্বাক্ষর দেওয়ার আহ্বান জানান তিনি। স্বাক্ষর নিতে ওই আসনের আওতাভূক্ত ২ জায়গায় বুথও বসিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে এই এলাকার অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল ডেডলাইন। হাতে আছে মাত্র একদিন।
তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া এই স্বল্প সময়ে এই কাজটি সম্পন্ন করা প্রায় অসম্ভব। আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি এই এলাকার ভোটার হয়ে থাকেন, তবে খিলগাঁও ও সবুজবাগে আমাদের স্থাপিত বুথে এসে স্বাক্ষর প্রদান করে এই কঠিন কাজটি সম্ভব করতে সহায়তা করতে পারেন। স্বাক্ষর দিতে আসার সময় আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইলে বা কাগজে লিখে আনতে ভুলবেন না।
সর্বশেষ পোস্টে বুথের ঠিকানা যোগ করেন তাসনিম জারা। বুথ ১: খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন, ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে এবং বুথ ২: বাসাবো বালুর মাঠ, সবুজবাগ।
আমার বার্তা/এমই

