ই-পেপার মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ গ্রেপ্তারকৃত চার জনের রিমান্ড মঞ্জুর

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৫, ১৬:৪৯
আপডেট  : ০৮ জুলাই ২০২৫, ১৬:৫৭

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চারজনকে বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) কারাগারে আটক থাকা চার জনকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানো ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন: নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী এমদাদুল হক বিজয় তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিচারক বলেন, দু'দেশের সম্পর্ক বিবেচনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া ৩৫ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বাদী হয়ে গত ৫ জুলাই এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, রহমান মোহাম্মদ হাবিবুর, সালেহ আহমেদ, মো. আব্দুস সহিদ মিয়া, মো. মতিন, ফয়সাল আলম, রায়হান আহমেদ, মো. রাজ, মো. মনসুরুল হক, ইমন মহিদুজ্জামান, আকরাম মো. ওয়াসিম, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাহফুজ, রবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা, মো. আফসার ভূইয়া, হোসাইন সাহেদ, মো. আশিকুর বিশ্বাস, মো. শাওন শেখ, ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশারফ, মহিউদ্দিন, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসাইন এবং মো. সোহাগ রানা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হন। তারা মলয়েশিয়ায় অবস্থান করা সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা মালয়েশিয়ার আইপি ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি কতিপয় নাগরিকদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধামে সদস্য সংগ্রহ এবং প্রচার-প্ররোচণা চালিয়ে আসছিল।

আসামিরা মালয়েশিয়ায় অবস্থান করে সে দেশের জননিরাপত্তা, জনসাধারণের আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কার্যক্রম পরিচালনা করে। পরে গত ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মালয়েশিয়ান পুলিশ তাদের গ্রেফতার করে। আসামিরা সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে আর্থিক সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় দেয়া অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। পরে সংগৃহীত অর্থ ই-ওয়ালেট এবং আন্তর্জাতিক অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমে অন্যান্য দেশে অর্থ প্রেরণ করে। সংগঠনটির সদস্য হিসেবে বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা দিতো।

অভিযোগে আরও বলা হয়েছে, গ্রেফতার আসামিদের মালয়েশিয়ান পুলিশ পর্যায়ক্রমে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

গোয়েন্দা তথ্য বলছে, আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে সন্ত্রাসবাদে জড়িত হয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে দেশের অখণ্ডতা, সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জননিরাপত্তা, জনসাধারণের কোনো অংশে আতঙ্ক সৃষ্টি উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে যে কোনো সময় বিভিন্ন স্থানে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে।

গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য দেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে তিন ধাপে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ–সংশ্লিষ্ট অপরাধের জন্য এ আইন প্রযোজ্য। গ্রেফতার পাঁচজনকে শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

আমার বার্তা/এল/এমই

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার

কিরগিজস্তানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

কিরগিজস্তানে বেআইনি অভিবাসন রোধে এবার বেশ কঠোর অবস্থান দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। গত ১০ জুন

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের আহ্বান

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বিপদগ্রস্ত এবং ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি অভিবাসীদের

সুইডেনে বাংলা নববর্ষ, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে উদযাপিত হয়েছে ‘বাংলা নববর্ষ এবং রবীন্দ্র ও নজরুল জয়ন্তী’। স্থানীয় সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদুজ্জামান নূর

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসিকে বদলি

১৪৬ কোটি টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

করোনায় ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

বিচার-সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণা: শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

আপা এখন জাপায় ভর করেছে: রাশেদ খান

সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি

৯ দিনের মাথায় চাঁদপুরের কাচ্চি ডাইনিংকে ভোক্তা অধিকারে জরিমানা

গাজীপুরে শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় রেললাইনে যুবকের মৃত্যু, এলাকাবাসীর ট্রেন অবরোধ

পোশাক শিল্পে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে বিজিএমইএ-সেনাবাহিনী বৈঠক

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী

টানা চারদিনের বৃষ্টিতে ডুবেছে নোয়াখালীর রাস্তাঘাট-ঘরবাড়ি

জবি গণিত বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফয়সাল-মুনিব

অবসরপ্রাপ্ত সচিব-বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না: নাসির উদ্দিন

ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, নদীর পানি বিপৎসীমার উপর