মালয়েশিয়ার জোহর প্রদেশে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৫ জন বিদেশি অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) পরিচালিত এই অভিযানে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিকরা ধরা পড়েন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জানান, বৈধ পাসপোর্ট বা কর্মসংস্থানের অনুমতিপত্র (পারমিট) ছাড়া বিদেশি শ্রমিকদের অবস্থানের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
আমার বার্তা/জেএইচ