
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত অপস কুটিপ নামে এক বিশেষ অভিযানে ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটে কুয়ালালামপুরের মসজিদ জামেক এলআরটি স্টেশন এবং এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে বিভাগের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত ৬০ জন বিদেশিকে এলোমেলোভাবে তল্লাশি করেন।
তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ অভিবাসীর নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছেন ১১ জন বাংলাদেশি। এরপর তালিকায় রয়েছে ভারত (৮ জন), পাকিস্তান (৭ জন), ইন্দোনেশিয়া (৩ জন) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিক।
পরিচালক জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও মালয়েশিয়ায় অবস্থান (ওভারস্টে) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ

