ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯

আধুনিক জীবনের দৌড়ঝাঁপে মানুষ ক্রমেই হতাশা ও উৎকণ্ঠার ভারে নুয়ে পড়ছে। কিন্তু কোরআন ও সুন্নাহ বারবার স্মরণ করিয়ে দেয় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ভরসা শুধু কোনো অনুভূতি নয়; বরং এটি মানুষের ঈমানের শক্তি। মানুষকে সবচেয়ে কঠিন সময়েও নির্ভার থাকতে সাহায্য করে আল্লাহর ওপর ভরসা।

প্রত্যাশা বা আশা মানে ভালো কিছুর প্রত্যাশা করা এবং যুক্তিসঙ্গত আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। ইসলামের দৃষ্টিতে, প্রত্যাশা বা আশা সেই আত্মিক শক্তি, যা মানুষকে ভয়, দুশ্চিন্তা ও বিপর্যয়ের মধ্যেও টিকে থাকতে শেখায়।

বর্তমানে ব্যস্ত জীবনে আমরা প্রায়ই প্রত্যাশা ও ভরসা রাখতে ভুলে যাই। কারণ পার্থিব ব্যস্ততা আমাদের আল্লাহর ওপর ভরসা রাখার সুযোগ সংকুচিত করে দিচ্ছে। অথচ আল্লাহ তায়ালা মানুষের জন্য হতাশার বিপরীতে অফুরন্ত আশার দুয়ার খুলে রেখেছেন। যখন হতাশা গ্রাস করতে চায়, তখন মনে রাখতে হবে আল্লাহ আমাদের তার ওপর ভরসা করতে, তার ক্ষমা ও রহমতের আশা রাখতে বলেছেন।

ইসলামের শিক্ষা হলো, ঈমানদার ব্যক্তি সব সময় ভালো পরিণতির প্রত্যাশা করবে। আল্লাহর নির্দেশনা অনুসরণ করবে। এতে কল্যাণ আসবেই।

আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি জানেন জীবনের কোনো কোনো পর্যায়ে মানুষ হতাশ হয়ে পড়তে পারে। তাই কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে, আল্লাহর রহমত, দয়া ও ক্ষমা থেকে কখনো নিরাশ হওয়া যাবে না।

মানুষ কেন ভরসা হারায়?

অনেক সময় পাপবোধ মানুষকে হতাশ করে তোলে। পাপ করলে অনুশোচনা আসে, নিজের ওপর হতাশা জন্ম নেয়। বারবার এই অনুভূতি জমতে জমতে মানুষ ভাবতে শুরু করে আল্লাহ বুঝি তাকে ক্ষমা করবেন না। এই গভীর অন্ধকার অনুভূতিই শয়তানের সবচেয়ে কার্যকর অস্ত্র। হতাশার মাধ্যমে সে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়।

কিন্তু আল্লাহ বলেন, বান্দা যেমন আমার সম্পর্কে ধারণা করে, আমি তার সঙ্গে তেমনই আচরণ করি। বান্দা যদি আমার দিকে এক কদম এগোয়, আমি তার দিকে আরও দ্রুত এগিয়ে যাই। এই বাণী বিশ্বাসীকে আশার সর্বোচ্চ শিক্ষা দেয়।

পাপ যত বড়ই হোক, রহমত তার চেয়েও বড়

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিরা ফেরেশতা ছিলেন না। তারাও মানুষ ছিলেন, ভুল করেছেন, পাপও করেছেন। তবে তারা জানতেন আল্লাহর ক্ষমার দরজা সব সময় খোলা। এমন কোনো পাপ নেই, যা আল্লাহর রহমতের চেয়ে বড়।

এমনকি ফেরাউনের মতো সীমালঙ্ঘনকারী ব্যক্তির কাছেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে নরম ভাষায় কথা বলতে বলেছেন, এর কারণে হয়তো সে অনুতপ্ত হবে। তাহলে আমাদের পাপ কীভাবে আল্লাহর ক্ষমার বাইরে হতে পারে?

কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আর যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, তারা মূলত অবিশ্বাসীদের পথেই হাঁটে।

দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তির পথ

বর্তমানে সবচেয়ে বড় রোগগুলোর একটি হলো মানসিক চাপ ও হতাশা। কিন্তু এটি নতুন কিছু নয়। ইতিহাসের শুরু থেকেই মানুষ পরীক্ষার মুখোমুখি হয়েছে, আর নবী-রাসুলরা মানুষকে আশা ও ভরসার শিক্ষা দিয়েছেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং অজানা উৎস থেকে তাকে রিজিক দান করেন। তিনি আরও বলেছেন, দোয়া করো এবং দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহ দোয়া কবুল করবেন।

উদ্বেগ ও হতাশা দূর করতে রাসুল (সা.) যে দোয়াটি শিখিয়েছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। দোয়াটি হলো, আল্লাহর কাছে দুশ্চিন্তা, অলসতা, ভয়, ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে আশ্রয় প্রার্থনা।

কষ্টের পরই স্বস্তি

কোরআনে বারবার বলা হয়েছে, প্রত্যেক কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণহানির মাধ্যমে পরীক্ষা করা হবে। তবে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ।

এই দুনিয়ার জীবন পরীক্ষা ও চ্যালেঞ্জে ভরা। কিন্তু সেগুলো মোকাবিলা করতে হবে ধৈর্য ও আশার সঙ্গে। আশা মানুষকে অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছে দেয়, আর হতাশা কেবল পথ দীর্ঘ করে।

আল্লাহ অতি দয়ালু। পৃথিবীতে আমরা যে মায়ের মমতা, রোগীর সেবা, খরায় বৃষ্টির ধারা দেখি, সবই আল্লাহর রহমতের এক শতাংশ মাত্র। বাকি ৯৯ শতাংশ তিনি কিয়ামতের দিনের জন্য সংরক্ষণ করে রেখেছেন। এটিই আশার সবচেয়ে বড় কারণ।

চাপ ও দুশ্চিন্তা কখনো কখনো গভীর হতাশায় রূপ নিতে পারে, যাকে আজ আমরা বিষণ্নতা বলি। এমন অবস্থায় চিকিৎসকের সহায়তা নেওয়াও আল্লাহর রহমতের অংশ এবং একইসঙ্গে আল্লাহর কাছে ফিরে যাওয়া, ক্ষমা চাওয়া কর্তব্য।

আমার বার্তা/এল/এমই

মৃত্যু থেকে পালানোর পথ নেই

এই দুনিয়ায় কোনো প্রাণী অমর নয়। সব প্রাণেরই মৃত্যু হবে। এই ক্ষণস্থায়ী জীবনের যাত্রা শেষে

ইসলামের আলোকে মেয়েদের প্রতি মায়ের ভালোবাসা

আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন এক ভিক্ষুক নারী দুটি শিশু কন্যা নিয়ে আমার

সিজদায় চোখ খোলা নাকি বন্ধ রাখার বিধান

প্রশ্ন: নামাজের সিজদায় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হবে? উত্তর: নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের কর্তব্য হলো

মানসিক শক্তি ও সাহস বাড়ানোর দোয়া

আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও সাহস বাড়াতে নিম্নোক্ত দোয়াগুলো পড়ুন: ১. বেশি বেশি পড়ুন এ দোয়াটি: اللَّهُمَّ ثَبِّتْنِي
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত