ই-পেপার বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিলি

অনলাইন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং। নিয়মিত অধিনায়কের অবসরের পর এবার দলটির তিন ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অ্যালিসা হিলি। হিলির ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাহলিয়া ম্যাকগ্রা।

এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেও এর আগে অস্ট্রেলিয়াকে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন হিলি। নিয়মিত অধিনায়ক হিসেবে ল্যানিং দীর্ঘদিন ধরেই বহাল থাকলেও মাঝে মাঝে ক্রিকেট থেকে বিরতি নিতেন তিনি। তার অনুপস্থিতিতে অনেক সিরিজেই অজি নারীদের অধিনায়কত্ব করেছেন হিলি। তার নেতৃত্বে গত জুন-জুলাইয়ে নারী অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া।

মূলত অ্যাশেজের পর থেকেই হিলিকে পাকাপাকি অধিনায়ক করার চিন্তা শুরু করে অজি টিম ম্যানেজমেন্ট। অবশেষে সেই দায়িত্ব বুঝে পেলেন এই ক্রিকেটার।

নতুন দায়িত্ব পাওয়ার পর হিলি বলেন, ‘আমি এই দায়িত্ব পেয়ে খুব খুশি। খুবই সম্মানিত বোধ করছি। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেয়ার জন্য। গত কয়েক মাসে জাতীয় দলের সতীর্থদের সমর্থন পেয়েছি। তারা আমাকে সবসময় উদ্বুদ্ধ করে গিয়েছে। আমি নেতৃত্বভার পেলেও আমার ভাবনা-চিন্তা একই থাকবে। তবে দায়িত্ব বাড়ল। নিজের পারফরম্যান্সের মান আরও উঁচু করতে হবে। দলের প্রত্যেকের থেকে সেরাটা বের করে আনতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হিলির। মারকুটে এই অজি ওপেনার তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৬৬৮ রান করেছেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

তিন ফরম্যাটেই নিয়মিত খেললেও মূলত তি-টোয়েন্টি স্পেশালিষ্ট হিলি। এই ফরম্যাটে ২৪৪৬ রান রয়েছে তার। স্ট্রাইক রেট ১২৮-এর কাছাকাছি, যা নারী ক্রিকেটের বিচারে অসাধারণ। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে একটি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে তার।

অধিনায়ক হিসেবে হিলির প্রথম অ্যাসাইনমেন্ট ভারত সফর। চলতি মাসের শেষদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত যাবে অস্ট্রেলিয়া নারী দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

এবি/ওজি

তুলে নেওয়া হলো রাঙামাটি ভ্রমণে বিধি-নিষেধ

রাঙামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ

দক্ষিণ আফ্রিকার দারুণ শুরু, ডি জর্জির দেড়শ

২ উইকেটে ৩০৭ রানে শুরু হলো দ্বিতীয় দিনের খেলা। সঙ্গে আরও একবার বাংলাদেশের জন্য লম্বা

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে বাংলাদেশের শিকার মাত্র ২ উইকেট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম

ব্যালন নিয়ে রিয়ালের অভিযোগের জবাব ফ্রান্স ফুটবলের

মৌসুমের মাঝামাঝি থেকেই চরম উন্মাদনা থাকে বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অরকে কেন্দ্র করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় কোটি টাকার ব্রীজ ৩ মাসে অচল

তুলে নেওয়া হলো রাঙামাটি ভ্রমণে বিধি-নিষেধ

বুড়িমারী স্থলবন্দর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা

নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত: হাসান আরিফ

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৭০০ শিক্ষার্থী

দুদকের নতুন কমিশন গঠনে আলোচনায় যারা

কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা দেখবো

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে যা বললেন শিক্ষা উপদেষ্টা

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

দেশে হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই: ড. ইউনূস

সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনের ব্যবস্থা: ফখরুল

রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

রায়ের আগে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে না সরকার

গ্রামীণফোনের নতুন সিসিএও তানভীর মোহাম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

ঢাকাসহ যে ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মানসিক স্বাস্থ্য ভালো রাখে ভূতের সিনেমা