প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ল পেপ গুয়ার্দিওলার দল।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো টানা চারবার শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।
লিগের শেষ ম্যাচে শিরোপা জয়ের জন্য সিটির দরকার ছিল শুধু একটি জয়ের। অপর শিরোপা প্রত্যাশী আর্সেনালের জয়ের পাশাপাশি প্রয়োজন ছিল ম্যানচেস্টার সিটির ড্র বা হার। আর্সেনাল নিজেদের কাজটি ঠিকমতো করলেও দাপটের সঙ্গেই জয় পেয়ে গেছে সিটি। একইসঙ্গে গড়েছে ইতিহাস।
সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের দারুণ এক শটে লিড পায় সিটি। ম্যাচের ৭ মিনিটে কেভিন ডি ব্রুইনার দারুণ এক শট প্রতিহত করেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আলফনসো অ্যারিওলা।
তবে ১৮ মিনিটের মাথায় ম্যাচের ব্যবধান ২-০ করেন ফোডেন। সিটির জেরেমি ডকুর ক্রসে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। ২৪ মিনিটের সময় ব্যবধান বাড়াতে পারতো সিটি। তবে গোলমুখে আর্লিং হলান্ডের নিশ্চিত গোল মিসের কারণে ব্যবধান আর বাড়েনি।
৩৮ মিনিটে দারুণ এক আক্রমণে যায় ওয়েস্ট হ্যাম। মোহাম্মেদ কুদুসের দারুণ এক শট আটকে দেন সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগা। তবে ৪২ মিনিটে কুদুসের নিখুঁত এক বাইসাইকেল শট লক্ষ্যভেদ করলে প্রথমার্ধে ম্যাচের ব্যবধান ২-১ গোলে নেমে আসে।
বিরতির পর ৫৯ মিনিটের মাথায় বের্নার্দো সিলভার বাড়ানো বলে রদ্রির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৮৯ মিনিটে ওয়েস্ট হ্যাম গোল দিলে তা বাতিল হয় ভিএআরে। এরপর আর কোনো দল সুযোগ তৈরি করতে না পারলে ৩-১ গোলে ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে সিটি।
অপর ম্যাচে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকে এভারটনের বিপক্ষে আর্সেনাল বলের নিয়ন্ত্রণে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ৩১ মিনিটে এভারটনের ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইনের শট পোস্টে লেগে প্রতিহত হয়।
ম্যাচের ৪০ মিনিটে এভারটনের ইদ্রিসা গুয়ের নেয়া ফ্রি-কিক ওয়ালে লেগে জালে জড়ালে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে প্রত্যাবর্তন করতেও সময় নেয়নি তারা।
তিন মিনিটের মাথায় তাকেহিরো তোমিয়াসুর গোলে ম্যাচে সমতায় ফেরে আর্সেনাল। এতে প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে কাই হাভের্টজের গোলে ২-১ গোলের জয় পায় আর্সেনাল। ম্যাচ জিতলেও সিটির জয়ে স্বপ্নভঙ্গ হয় আর্সেনাল ভক্তদের।
ইপিএল পয়েন্ট টেবিলে নির্ধারিত ৩৮ ম্যাচ শেষে ৯১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন সিটি। সিটির থেকে মাত্র দুই পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল আর্সেনাল।
৮২ পয়েন্ট নিয়ে ক্লপের লিভারপুল আছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা লিগ শেষ করেছে ৬৮ পয়েন্ট নিয়ে। ইপিএলের এই শীর্ষ চার দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে।
৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্পট নিশ্চিত করা টটেনহ্যাম খেলবে ইউরোপা লিগে। এদিকে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্পটে থাকা চেলসি নিশ্চিত করেছে কনফারেন্স লিগের টিকিট।