পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী কোচের চাকরি ছাড়লেন সাবেক প্রোটিয়া ব্যাটার নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আই উইল মিস ইউ।’
নিক পোথাস ২০২৩ সালের বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন। ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দায়িত্ব ছেড়ে দিলেন এই কোচ। আপাতত পরিবারকে কিছু সময় দিতে চান বলেও উল্লেখ করেছেন পদত্যাগ বার্তায়।
ফেসবুকে পোথাস লিখেছেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’
নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন। তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন।
সম্প্রতি মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন। তবে ব্যাটিং কোচের দায়িত্বই পালন করছেন তিনি। এটাও পোথাসের চাকরি ছাড়ার কারণ হতে পারে। এছাড়া চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাইয়ের পর বিদেশি কোচিং স্টাফদের মধ্যেও একটু অস্বস্তি ছিল।
আমার বার্তা/এমই