আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। তবে বাংলাদেশ মাঠে নামবে আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি। বৈশ্বিক এই আসরের জন্য আজ রোববার নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে এই আসরের জার্সি প্রকাশ করেছে বিসিবি। লাল-সবুজের মূল থিমের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।
বিসিবির প্রকাশ করা এই ভিডিওতে নতুন জার্সি পড়ে দেখা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের সবাই।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।
বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।
জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।
আমার বার্তা/এমই