টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর থেকে জাতীয় দলের সাবেক-বর্তমান সতীর্থ, বিসিবি ও বিদেশি তারকারা তাকে শুভকামনা জানাচ্ছেন। ১৯ বছরের ক্যারিয়ার গড়া মুশফিকের কাছ থেকে আগামীতেও বাংলাদেশের পাওয়ার আছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
মুশফিক ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের কথা জানান গতকাল (বুধবার) রাতে। যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। ওয়ানডেতে বাংলাদেশের অনেক সেরা মুহূর্তের সঙ্গে মুশফিক জড়িত এবং তার কাছ থেকে সবারই শেখার আছে বলে বিবৃতিতে উল্লেখ করেন বিসিবি সভাপতি ফারুক।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডেতে মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুই দশকের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে ওয়ানডে ক্রিকেটে ইতি টেনেছেন তিনি। মুশফিক বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে যে অসাধারণ নিবেদন, আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করছে। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা।’
বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ আরও বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের মনোভাব, দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললেই উজ্জ্বলভাবে উঠে আসবে তার নাম। ১৯ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং ক্যারেক্টারের কথা বলছে। আমি নিশ্চিত, সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই।’
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে। ফরম্যাটটিতে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭৭৯৫) সংগ্রাহকও। এছাড়া স্টাম্পের পেছনে ২৪৩ ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং করেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মুশফিক সবচেয়ে সফল উইকেটরক্ষকও। ৩৭ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। ১৯ বছরের ক্যারিয়ারে তিনি পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।
আমার বার্তা/এমই