ই-পেপার সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কিউইদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

আমার বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৫, ২২:২৪
আপডেট  : ০৯ মার্চ ২০২৫, ২২:৩০

আরও একবার বড় টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হলো নিউজিল্যান্ডের। কিউইরা লড়াই করলো দুর্দান্ত। কিন্তু শেষ হাসি হাসতে পারলো না। ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।

দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে এক ওভার হাতে রেখে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০১৩ সালে এককভাবে এবং ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত।

ফাইনালে ভারতের সামনে লক্ষ্য খুব বড় ছিল না, ২৫২ রানের। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সেই লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ভারত। ৪১ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন ভারতীয় অধিনায়ক।

গিল অবশ্য এভাবে মেরে খেলতে পারেননি। তবে রোহিতকে সঙ্গ দেওয়ার কাজটি ঠিকঠাক করেছেন। ৫০ বলে ৩১ করে গিল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের দুর্দান্ত এক ক্যাচ হন। ততক্ষণে উদ্বোধনী জুটিতে উঠে ১০৫ রান।

এরপর কোহলিকে (১) এলবিডব্লিউ করেন ব্রেসওয়েল। ১ রানের মধ্যে ২ উইকেট হারায় ভারত। রোহিত চাপ কমাতে ডাউন দ্য উইকেট খেলতে গিয়েছিলেন। কিন্তু রাচিন রবীন্দ্রর বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ভারতীয় অধিনায়ক। ৮৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় তিনি করেন ৭৬।

১৭ রানের মধ্যে ভারতের ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেল দেখেশুনে দলকে অনেকটা এগিয়ে দেন। তাদের ৭৫ বলে ৬১ রানের জুটিটি ভাঙে রাচিনের দুর্দান্ত এক ক্যাচে।

স্যান্টনারের বলে ফাইন লেগে লো এক ক্যাচ নেন রাচিন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ফেরেন আইয়ার (৪৮)। ৪০ বলে ২৯ রানের ধীর ইনিংস খেলে আউট হন অক্ষর প্যাটেল।

এরপর ছোট কিন্তু কার্যকর এক ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হার্দিক পান্ডিয়া। ১৮ বলে একটি করে চার-ছক্কায় ১৮ রান করে হার্দিক যখন জেমিসনকে ফিরতি ক্যাচ দিয়েছেন, ভারতের তখন দরকার মাত্র ১১ রান।

বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা। রাহুল ৩৪ আর জাদেজা ৬ রানে অপরাজিত থাকেন। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন জাদেজা।

এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলেছিলেন দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা।

২৩ বলে ১৫ রান করে ইয়াং ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হলে এরপর ৬ রানের ব্যবধানে দুই ব্যাটিং স্তম্ভ রাবিন্দ্রা ও কেন উইলিয়ামসনও সাজঘরে ফেরত যান। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড।

রাচিনের উড়ন্ত সূচনা থামে ২৯ বলে ৩৭ রানে। উইলিয়ামসন করতে পারেন মাত্র ১৪ বলে ১১ রান। দুজনই হন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের শিকার।

এরপর চতুর্থ উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন টম লাথাম ও ড্যারিল মিচেল। দেখেশুনে তাদের ধীরগতির ৬৬ বলে ৩৩ রানের জুটি ভাঙে লাথাম আউট হলে। ৩০ বলে ১৪ রান করে স্পিনার রবীন্দ্রা জাদেজার বলে এলবিডব্লিউ হন লাথাম।

পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ৫৭ রানের জুটি করেন মিচেল। ফিলিপসকে (৫২ বলে ৩৪) আউট করে এ জুটি ভাঙেন বরুণ। ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রাসওয়েলকে নিয়ে ৪৬ রানের আরও একটি জুটি করেন মিচেল। এরপর থেমে যায় মিচেলের লড়াকু ১০১ বলে ৬৩ রানের ইনিংসটিও। মোহাম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ হন মিচেল।

শেষ দিকে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে কিছু রান জমা হয় ব্রাসওয়েলের হার না মানা ফিফটিতে। ৩ চার ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।

আমার বার্তা/এমই

রিয়ালকে বার্সার সমতায় তুললেন এমবাপে-ভিনিসিয়ুস

লা লিগায় শিরোপা লড়াইয়ে আরও একটি সহজ জয় পেলো রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোকে ২-১ গোলে

তামিম-নাঈমের সেঞ্চুরির দিনে জয় আবাহনী-মোহামেডান-প্রাইম ব্যাংকের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার থেকে শুরু হয়েছে তৃতীয় রাউন্ডের খেলা। ঢাকার তিন ভেন্যুতে

ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আবারও টস ভাগ্য পাশে পেলেন না রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের

ভারতের তৃতীয় নাকি ২৫ বছরের আক্ষেপ ঘোচাবে নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সমান দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাদের সামনে প্রথম দল হিসেবে এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনের শুরুতে মস্তিষ্কের যে ব্যায়ামগুলো করবেন

শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কৃষি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মিছিলে এক কাতারে শিবির-ছাত্রদল

অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

সিরিয়ায় বাড়ি-ঘরে ঢুকে হত্যা, মাঠে পড়ে আছে মরদেহ

নিয়োগ বাণিজ্যে পুলিশ কর্মকর্তার বাড়িতেই ট্রেনিং সেন্টার

রিয়ালকে বার্সার সমতায় তুললেন এমবাপে-ভিনিসিয়ুস

মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক, আছে পিআইসিইউতে

জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

সুরাহা হলো না গঙ্গার পানিবন্টনের

টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ভারত-বাংলাদেশ সংকটের নেপথ্যে কী আছে

দূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে আজ ঢাকার বায়ু

বনানীতে লরির ধাক্কায় ২ পোশাক কর্মী নিহত, সড়ক অবরোধ

আশুলিয়ায় স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার লুট

ব্যস্ত সূচিতে প্রধান উপদেষ্টা, তিন মাসে তিন দেশ সফর