ই-পেপার বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লাহোরে বাংলাদেশ দলকে ঘিরে কড়া নিরাপত্তা

আমার বার্তা অনলাইন:
২৭ মে ২০২৫, ১১:৪৯
আপডেট  : ২৭ মে ২০২৫, ১২:০১

বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পা রেখেই নেমে গেছে অনুশীলনে। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বিসিবি জানিয়েছে, সেখানে নিরাপদেই আছে বাংলাদেশ দল।

পাকিস্তানে পৌঁছানোর আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি বোলার মুস্তাফিজুর রহমান চোটের কারণে ছিটকে গেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় নিজের বোলিংয়ে একটি বল থামাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। এরপরই তাকে সিরিজ থেকে বাদ দিতে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের জায়গায় ডেকে নিয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। সম্প্রতি তিনি মিরপুরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ শেষ করেছেন। জরুরি ভিত্তিতে খালেদকে পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও চোটে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি আগেই পাকিস্তানে ছিলেন, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন।

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে পিএসএল খেলতে গিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তা শেষ করে দলে যোগ দিয়েছেন তিনিও। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ। তিনি ও মিরাজ দুজনেই এখন বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং সোমবার সন্ধ্যায় দলের প্রথম অনুশীলনেও অংশ নিয়েছেন।

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বাড়তি সতর্কতা নিয়েছে। দলের সঙ্গে পাঠানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে। তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘এখানে এসে যতটুকু দেখেছি, সবকিছু ঠিকঠাক আছে। শহরে কোনো সমস্যা বা অস্থিরতার চিহ্ন দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় আমাদের প্রথম অনুশীলন সেশন হবে। সেখানেই আমি স্থানীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে দেখা করব। এরপরই আগামী দিনের পরিকল্পনা আরও স্পষ্ট হবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও জানান, ‘দল ভালো আছে। ওখানে পরিস্থিতিও স্বাভাবিক। খেলোয়াড়দের মানসিকতা ভালো আছে এবং সবাই খেলতে আগ্রহী।’

তিনি আরও জানান, বিসিবির নিরাপত্তা দলও পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল মাঠে সবকিছু তদারকি করছে। পাকিস্তান সব সময়ই অতিথি দলের জন্য ভালো নিরাপত্তা দিয়ে থাকে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই।’

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, বুধবার। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ জুন, রোববার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

আমার বার্তা/এল/এমই

পদত্যাগের কোনো কারণ খুঁজে পাচ্ছি না: ফারুক আহমেদ

গতকাল রাত থেকেই জল্পনা-কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। এমন

বিসিবির দায়িত্ব নিতে চান আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে পরিবর্তনের গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এমনকি জাতীয়

বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে শরিফুলের ফিফটি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। দল হারলেও এই

বিসিবিতে হঠাৎ নাটকীয়তা, সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ফারুককে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে পারেন ফারুক আহমেদ। তার পরিবর্তে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত: রাশেদ খান

বৃষ্টি বিলাসে খেতে পারেন মুখরোচক খিচুড়ি

যুক্তরাষ্ট্র থেকে আরও তুলা ও তেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চান ড. ইউনূস

প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল: হানিফ

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি সাইফুল ইসলাম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী নৌকা ডুবে ৬ জনের মৃত্যু

মাহাথির মোহাম্মদকে জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রচণ্ড ঠান্ডায় ভারতীয় পরিবারের সকল সদস্যের মৃত্যুর ঘটনায় ২ ব্যক্তির সাজা

দক্ষিণ কোরিয়ায় কমানো হলো সুদের হার ও প্রবৃদ্ধির পূর্বাভাস

ঈদুল আজহায় এক গুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ

নীলনদ আর পিরামিডের দেশ মিশরে ঈদুল আজহা ৬ জুন

যানজটে নগরবাসীর দুর্ভোগে বিএনপির তিন সংগঠনের দুঃখ প্রকাশ

মালয়েশিয়া থেকে ৪ মাসে সাড়ে ৩ হাজার বাংলাদেশিকে ফেরত

যুক্তরাজ্যের হ্যারিংগে কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাহবুব

পদত্যাগের কোনো কারণ খুঁজে পাচ্ছি না: ফারুক আহমেদ

ঢাকায় দৃষ্টিনন্দন ৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন রোববার

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ

সাগরে গভীর নিম্নচাপ, বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে