বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে আছে। দুই টেস্টের সিরিজ হেরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায়। প্রথম ওয়ানডেতে বাজে হারের স্মৃতি নিয়ে শনিবার সিরিজ বাঁচাতে নামবে মিরাজ-তাসকিনের দল। এরমাঝেই শুক্রবার দল থেকে আলাদা হচ্ছেন কোচ ফিল সিমন্স। পূর্বনির্ধারিত চিকিৎসসেবা নিতে শ্রীলঙ্কা ছেড়ে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন।
শুক্রবার টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ফিল সিমন্স দুদিনের ছুটিতে যাচ্ছেন চিকিৎসার জন্য। বলেছেন, ‘তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগেই নেয়া ছিল। যা তিনি চ্যম্পিয়ন্স ট্রফির জন্য মিসও করেছিলেন। আবার সেটি পরিবর্তন করতে চেয়ে ব্যর্থ হয়েছেন। এজন্য সিরিজ শুরুর আগেই বোর্ডের সাথে তার আলোচনা হয়।’
পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুদিনের জন্য শ্রীলঙ্কা ছেড়ে যাচ্ছেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার বাংলাদেশ দলের সাথে আবারও যুক্ত হবেন ৭ জুলাই। দ্বিতীয় ওয়ানডেতে তাকে দলের সাথে পাচ্ছে না টিম টাইগার্স।
শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে ভালো ফল পায়নি বাংলাদেশ। প্রথম টেস্টে ভালো খেলেও জয়ের দেখা পায়নি। দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ খোয়ায় বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেমে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। মিডলঅর্ডারে ব্যাটিং বিপর্যয়ে ৭৭ রানে হেরে যায় দল। ৫ জুলাই কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
আমার বার্তা/এল/এমই