ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

১৫ দফা দাবিতে পাবিপ্রবির বিভিন্ন দপ্তরে তালা

পাবিপ্রবি প্রতিনিধি:
০১ জুলাই ২০২৪, ১৭:৩৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের ১৫ দফা দাবি আদায়ে লক্ষ্যে বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্মকর্তা পরিষদের সদস্যরা।

সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের দপ্তর ছাড়া বাকি সব দপ্তরে তালা দেন তারা। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেন।

কর্মকর্তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে ১৪ দফা দাবি নিয়ে কর্মচারী পরিষদের একাংশ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের করেন। এসময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৪ শতাংশ গৃহ ঋণ বাস্তবায়ন, কর্মকর্তাদের পদন্নোতি নীতিমালা সংশোধন, কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধনসহ ১৫ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন তারা। ওই স্মারকলিপিতে ২৮ মে’র মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সময় দেওয়া হয়। কিন্তু ২৮ তারিখের মধ্যে প্রশাসন দাবিগুলো পূরণ না করায় ৪ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়।

এরপর ৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা। ঈদের ছুটির আগে টানা ৬ দিন এবং ঈদের ছুটির পর ৩ দিন মিলিয়ে মোট ৯ দিন কর্মবিরতি পালন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

অন্যদিকে কর্মচারি পরিষদের সদস্যরা জানান, গত ১২ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর, কর্মচারীদের পদন্নোতি নীতিমালা সংশোধন, ৪ শতাংশ গৃহ ঋণ বাস্তবায়ন, এডহক হতে পেনশন গণনা, কর্মচারীদের ডরমেটরি এবং ক্লাবের ব্যবস্থা, মাস্টাররোল এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবির একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে তারা ৩০ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন জানান।

তারা আরও জানান, ৩০ জুনের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন।

কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এই ১৪ দফা আমাদের অধিকার আদায়ের। আমাদের দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়ব না।

কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ বলেন, আমরা টানা ৯ দিন কর্মবিরতি পালন করছি। এখন পর্যন্ত প্রশাসন আমাদের দাবিগুলো পূরণ করেননি, আমাদের সঙ্গে কথাও বলেননি। আমরা প্রশাসনকে জানিয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি বন্ধ হবে না।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, দাবি অনেকগুলো, আমরা আলোচনা করছি এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

আমার বার্তা/নাজমুল ইসলামি/এমই

কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের

হাইকোর্টের দেওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

তীব্র বৃষ্টি উপেক্ষা করে সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা বিজ্ঞপ্তি

চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়

চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা শিক্ষার্থীরা

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটা নিয়ে এত কীসের আন্দোলন: প্রধান বিচারপতি

রিজার্ভ সংকট কাটা‌তে চীনকে বাংলা‌দে‌শের নতুন প্রস্তাব

কোটার সমাধান আদালতের মাধ্যমেই করতে হবে

ছাগলকাণ্ডে মতিউর ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ

যুক্তরাজ্যজুড়ে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের

দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত: প্রতিমন্ত্রী

১৫ জুলাইয়ের দিকে সারাদেশে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে: নসরুল হামিদ

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

তিস্তায় বাংলাদেশের সিদ্ধান্তে সম্মান জানাবে চীন: রাষ্ট্রদূত

আজিমপুরে চারতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

১৪ আগস্ট পর্যন্ত বাড়লো ড. ইউনূসের জামিনের মেয়াদ

চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা শিক্ষার্থীরা

মেটা এআই ফিচার নিয়ে ক্ষুব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা

শিক্ষার্থীদের আন্দোলন: কোটা সংস্কার না করে ঘরে ফিরব না

ক্ষমা পেয়ে আ. লীগে ফিরলেও কমিটিতে ঠাঁই হয়নি জাহাঙ্গীরের

মিরপুরের পল্লবীতে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

একাদশে ভর্তিতে মাইগ্রেশন-দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

নতুন নিয়মে অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনই প্রশ্ন ফাঁসের অভিযোগ