ই-পেপার শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনালসহ ৪ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি:
১৩ আগস্ট ২০২৪, ১৮:৫৮
আপডেট  : ১৩ আগস্ট ২০২৪, ১৯:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ এর প্রথম দিনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেখানে তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবি জানান এবং শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। নানা বিশ্ববিদ্যালয় থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা কর্মসূচিতে যোগ দেন। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে জড়ো হয়।

এসময় তারা ‘গেস্টরুম গণরুম, এ ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে ক্যাম্পাসে হবে না, গণরুম গেস্টরুম’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক অ্যাকশন’, ‘টু জিরো টু ফোর ফ্যাসিজম নো মোর’, ‘বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, এসব স্লোগান দিতে থাকেন।

এসময় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ দুটি করে মোট চার দফা তাদের বক্তব্যে তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’

সারজিস বলেন, ‘সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।’

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।’

হাসনাত বলেন, ‘প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।’

বিচারব্যবস্থা নিয়ে সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার দেশের বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। সরকার নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের সুবিধার্থে দলীয় লোক বসিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নিরীহ জনগণ ও সাধারণ ছাত্র জনতার ওপর ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করেনি, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তার ভুক্তভোগী হয়ে হাজার হাজার নিরপরাধ মানুষ।’

বাকের মজুমদার বলেন, ‘আমরা বিচার বিভাগের উদ্দেশে বলতে চাই- ‘এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের যতদিন না বিচার করা হবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। অবিলম্বে খুনি হাসিনা ও তার দোসরদের দেশে এনে হাজার হাজার নিরীহ মানুষ ও ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিচারে সাজা দিতে হবে।’

আমার বার্তা/এমই

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি

আহ্ছানউল্লার নতুন ভিসি হলেন প্রফেসর ড. মো. আশরাফুল হক

বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত

জবির ছাত্রী হলে ৯ ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের ৯ ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংকের পদোন্নতি বানিজ্য চিরতরে বন্ধ ও বিগত সময়ে সৃষ্ট চরম পদোন্নতি বৈষম্যদূরীকরনের দাবি

কক্সবাজারে একদিনে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে নিম্নাঞ্চল

‘আমরাও দুর্গোৎসব করি, ভারত নয় ইলিশ খাবে বাংলাদেশিরা’

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

আশ্বাস না পাওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ না করার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

তেজগাঁও রেলস্টেশনের পাশেই পড়েছিল কন্যা নবজাতকের মরদেহ

১০০ কোটি অনুসারী রোনালদোর, বিশ্বে তিনিই প্রথম

শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রশ্ন ফরহাদ মজহারের

দেশের সরকারি পাঁচটি মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

সারে’র সেরা তারকা সাকিব

টাঙ্গাইলে ধানক্ষেত ও রেললাইনের পাশ থেকে ২ মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

তাপপ্রবাহ ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

কমালা হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নিতে রাজি নন ট্রাম্প

নিশ্চিত ভাবে মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবে: রিকেলমে

এখনো স্বৈরাচারী কায়দায় চলছে গণপরিবহন : যাত্রী অধিকার আন্দোলন

ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সেলিমা রহমান