ই-পেপার সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

জুলাই আন্দোলনের স্মরণীয় মুহুর্ত

আলিমা আফরোজ লিমা
০১ জুলাই ২০২৫, ১৭:১৯
আপডেট  : ০২ জুলাই ২০২৫, ১৫:২২

জুলাই বিপ্লব ছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান। ২০২৪ সালের ৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালে সরকার কর্তৃক জারি করা সার্কুলারটিকে অবৈধ ঘোষণা করার পরপরই আন্দোলনটি কোটা সংস্কার আন্দোলন হিসাবে শুরু হয়।

হাইকোর্টর রায়ের সংবাদ ছড়িয়ে পড়তেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা একে বৈষম্যমূলক ও অন্যায্য আখ্যা দিয়ে প্রতিবাদে সোচ্চার হন। সেদিন সন্ধ্যাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ মিছিল বের হয়, যা পরদিন আরও বিস্তৃত আকার নেয় এবং ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা প্রান্তে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুবাশ্বের চৌধুরী (শাফী) ও মারুফ বিন হাবীব আন্দোলনে অংশ নিয়ে আহত হন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে পাশে দাঁড়ান অনেক সহমর্মী মানুষ। সহিংসতার মধ্যেই রাজপথে ছিলেন “জুলাই যোদ্ধা” আলম ভাই। সাইন্স ল্যাবরেটরি মোড়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রণক্ষেত্র মনে হচ্ছিল রাজপথটাকে, কষ্টে প্রাণটা নিয়ে ফিরেছি।” কারফিউ চলাকালে মেসে খাবার সংকট দেখা দেয়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে দেওয়া হয় কিছু রুটি ও মাংস।

আজিমপুর কলোনি, যেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাস করেন, সেটিকে রেড জোন ঘোষণা করে চারপাশ ঘিরে ফেলে পুলিশ। সেখানে হামলা চালানোর সময় নামাজ পড়ে বাসায় ফিরছিলেন এক ব্যাংক কর্মকর্তা; গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। পুলিশ প্রথমে মরদেহ হস্তান্তরেও অনীহা দেখায়।

এই আন্দোলনের সবচেয়ে বেদনাবিধুর ঘটনা ছিল খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যু। ধানমন্ডির আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী খালিদকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আজিমপুর সরকারি আবাসিক এলাকার ৭ নম্বর ভবনের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২০০৮ সালের ২৯ মে লালবাগের আমলিগোলায় জন্ম নেওয়া খালিদের বাবা কামরুল হাসান একজন মাদ্রাসা শিক্ষক ও হোমিও চিকিৎসক। আন্দোলনের প্রথম দিন থেকেই সক্রিয় ছিল খালিদ। ১৮ জুলাই আসরের নামাজ পড়ে বাসায় ফিরছিল সে, কিন্তু গুলির মুখে পড়ে প্রাণ হারায়। তার শরীরে শটগানের অন্তত ৭০টি ছররা গুলি পাওয়া যায়।

উৎকণ্ঠা আর আতঙ্কে ভরা দিনগুলোতে আশ্রয় চেয়েছিল বহু আন্দোলনকারী। ঝুম বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আশ্রয় দিয়েছিলেন একজন সহমর্মী বোন। হঠাৎ ফোন করে তারা জানায়, তাদের হলে রেড দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দৌড়ে সহায়তায় ছুটে গিয়েছিলেন তিনি, পথে হোঁচট খেয়েও পিছু হটেননি।

রাত ২টা, আজিমপুরের ঢাকেশ্বরী মন্দিরের পাশের হাজী বেগ মসজিদে চলছিল মুসল্লিদের অবস্থান। হঠাৎ পুলিশ এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় এবং ঘুমন্ত মুসল্লিদের জাগিয়ে তল্লাশি চালায়, কেউ অস্ত্র লুকিয়ে রেখেছে কিনা খোঁজে। পরদিন সকালের আলো যেন নতুন জীবনের বারতা নিয়ে আসে, ফিরে পান হারিয়ে যাওয়া ভাইকেও।

জুলাই আন্দোলনের প্রতিটি দিন ছিল অনিশ্চয়তা, উৎকণ্ঠা আর রক্তের গল্পে ভরা। বাসা থেকে বেরোলেই ফেরার নিশ্চয়তা ছিল না, কিন্তু আহতদের পাশে দাঁড়াতে, জীবন বাঁচাতে পিছপা হননি “জুলাই যোদ্ধারা”। রোদ, বৃষ্টি, রেড এলার্ট—সব উপেক্ষা করেই তাঁরা নেমেছিলেন রাজপথে। তাঁদের একজন হতে পারার অনুভূতি গর্বের।

এই আন্দোলন শুধু কোটা সংস্কারের বিরুদ্ধে নয়, ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার সোচ্চার হওয়ার এক ঐতিহাসিক অধ্যায়।

আমার বার্তা/আলিমা আফরোজ লিমা/এমই

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মারুফ মৃধার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ

বাংলাদেশ ব্যাংকে কর্মরত যুগ্ম পরিচালক (ডি বি আই-৫) মারুফ মৃধার বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কার্যকলাপ ও

উত্তরায় স'মিল মালিকদের কোটি টাকার ভ্যাট ফাঁকি, রাজস্ব হারাচ্ছে সরকার

সরকারি নিয়ম অনুযায়ী টিম্বার মালিকদের  কাঠ চিরানোর উপর ১৫% ভ্যাট আরোপ থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি

তথ্য ক্যাডারে জ্যেষ্ঠতা ভেঙে পদোন্নতি, বঞ্চিতরা অসন্তুষ্ট

বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডার থেকে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। পদোন্নতির জন্য

টিসিবি প্যাকেজে চা-সাবান-টুথপেস্ট যোগ করলে দরিদ্র ক্রেতারা উপকৃত হবে

“ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নির্ধারিত পণ্যের সাথে চা, সাবান, টুথপেষ্ট, ব্রাশ ও ডিটারজেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি

মুরাদনগরে ধনীরামপুর ফুটবল প্রিমিয়ারলীগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রুমা প্রেস ক্লাবের পুনর্গঠিত কমিটি ঘোষণা

নির্ধারিত তারিখেই রাকসু নির্বাচন, ভোটার নয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়-মাদ্রাসায় বাংলাদেশিদের বৃত্তি দেওয়ার আহ্বান

একাদশে ভর্তিতে নাতি-নাতনিদের মুক্তিযোদ্ধা কোটায় আবেদন বাতিলের নির্দেশ

নির্বাচন ঘিরে অশুভ অদৃশ্য শক্তি কাজ করছে: তারেক রহমান

আগস্টের ৩০ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৮৭ বস্তা আলু ও ৯০০ শীতল পাটি জব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে: জামায়াত

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: ফখরুল

চিকিৎসার জন্য স্বামীকে বিদেশে নিতে চান নূরের স্ত্রী মারিয়া

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু

তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা: আমীর খসরু

জিয়াউর রহমানের দেশপ্রেম নতুন প্রজন্মকে ধারণ করতে হবে: মঈন খান

নুরুলকে হামলার উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা: রিজভী

সহায়তা না পেয়ে কান্না করলেন আহত চবি প্রো-ভিসি, কাঁদলেন শিক্ষার্থীরাও