ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর (তারার মেলা) শাখা।
রোববার (২০ এপ্রিল) বেলা ১২ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে র্যালির শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় শতাধিক শিশু-কিশোর। উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক আহমাদ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার সিইও আহসান জুবায়ের এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়ক প্রতিষ্ঠান সাকসেসের পরিচালক রায়হান জামিল।
মানববন্ধনে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ওয়ান টু থ্রি ফোর জেনোসাইড নো মোর’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ’ , আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
ফুলকুঁড়ি আসরের পরিচালক আহমাদ আব্দুল্লাহ বলেন, “ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর চালানো নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতেই আজ আমরা এখানে একত্র হয়েছি। প্রতিদিন শত শত শিশু ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হচ্ছে। একদিন ফিলিস্তিন নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীন হবে। তারা শুধু ফিলিস্তিনিদেরই হত্যা করছে না, আমাদের হৃদয়েও আঘাত করছে।”
সাকসেসের পরিচালক রায়হান জামিল বলেন, “১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের জোর দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
আমার বার্তা/এর/এমই