ইনস্টাগ্রাম ব্যবহার এখন আরও আনন্দময় হতে চলেছে! ব্যবহারকারীদের পারস্পরিক রিলস শেয়ারিং অভিজ্ঞতা আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামে নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
নতুন এই ফিচারের মাধ্যমে একজন বা একাধিক বন্ধু মিলে নিজেদের জন্য একটি ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবে। শুধু দুজন ব্যক্তি অথবা গ্রুপ চ্যাটের সদস্যরা মিলেই এই ফিড শেয়ার করতে পারবে, অন্য কেউ সেটি দেখতে পারবে না।
ইনস্টাগ্রাম জানিয়েছে, বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহারে আরও আনন্দ যোগ করতেই আনা হয়েছে এই ফিচার।
একবার ব্লেন্ড চালু হলে, ইনস্টাগ্রাম দুজন সদস্যের পছন্দ ও ইন্টারেস্ট অনুযায়ী প্রতিদিন নতুন নতুন রিলস সাজেস্ট করবে। এই ফিড একান্তই তাদের জন্যই তৈরি — যা অন্য কেউ দেখতে পারবে না।
বন্ধুরা যদি কোনো রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করে, তাহলে ইনভাইট পাঠানো সদস্যের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া যদি কেউ ব্লেন্ড থেকে নিজেকে সরিয়ে দেয় বা ফিচারটি বন্ধ করে। তবে স্বাভাবিকভাবেই সেই ফিড থেকে তাকে আলাদা করে দেওয়া হবে।
ইনস্টাগ্রাম সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর গবেষণা ও উন্নয়নের পর ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের রিলস শেয়ারিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ করে তুলতে পারবেন।
আমার বার্তা/এমই